Sandipta Sen

হট প্যান্ট পরে জলে নামতেই চিৎকার সন্দীপ্তার, তাঁর নতুন ভিডিয়ো দেখে কী মন্তব্য অনুরাগীদের?

চুটিয়ে ওয়েব সিরিজ়ে অভিনয় করছেন সন্দীপ্তা সেন। আর সময় পেলেই বেড়িয়ে পড়ছেন ঘুরতে। তেমনই নায়িকার বেড়াতে যাওয়ার নতুন রিল দেখে কটাক্ষ দর্শকের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ মে ২০২৩ ১৯:১৯
Share:

কী হয়েছে সন্দীপ্তার? ছবি: সংগৃহীত।

চারিদিক পাহাড়ে মোড়া। মাঝে নদী বয়ে যাচ্ছে। সম্প্রতি ঘুরতে গিয়েছিলেন সন্দীপ্তা সেন। ঘুরতে গিয়েই প্রায় কাঁদো-কাঁদো অবস্থা অভিনেত্রীর। তারস্বরে চিৎকার জুড়লেন নায়িকা। ভিডিয়োতে আচমকা সন্দীপ্তার চিৎকার শুনে রীতিমতো ভয় পেয়ে গিয়েছেন তাঁর অনুরাগীরা। কিন্তু বেড়াতে গিয়ে আসলে ঘটল কী? যে এমন চেঁচাতে বাধ্য হলেন তিনি?

Advertisement

কাজের ফাঁকে সুযোগ পেলেই ঘুরতে বেড়িয়ে পড়েন অভিনেত্রী। কিছু দিন আগে পর্যন্ত তেমন ভাবে সমাজমাধ্যমে সক্রিয় ছিলেন না। ইদানীং মাঝে মাঝেই সন্দীপ্তার ইনস্টাগ্রাম ফেসবুকে নিত্যনতুন পোস্ট দেখা যায়। প্রতি দিন রিল ভিডিয়োও পোস্ট করতে দেখা যায় নায়িকাকে। পাহাড়ের জায়গায় ঘুরতে গিয়ে তেমনই এক রিল তৈরি করেছেন সন্দীপ্তা। কী ঘটেছে?

পরনে জ্যাকেট। মাথায় টুপি এবং হট প্যান্ট পরে জলে নামলেন সন্দীপ্তা। ঠান্ডা জলে পা দিতেই রীতিমতো কেঁপে উঠলেন নায়িকা। ভিডিয়োয় দেখা যাচ্ছে ঠান্ডা বলে রীতিমতো চিৎকার করছেন সন্দীপ্তা। নায়িকার এমন প্রতিক্রিয়া দেখে অবশ্য বিরক্ত নায়িকার অনুরাগীরা। নেতিবাচক মন্তব্যে ভরে উঠেছে মন্তব্য বাক্স। এক জন মন্তব্য করেছেন, “হট প্যান্ট পরে আছেন, সেখানে ঠান্ডা লাগা বিলাসিতা মাত্র।” কেউ আবার লিখেছেন, “হট প্যান্ট পরে ঠান্ডা লাগছে না। এ দিকে জল নাকি ঠান্ডা।”

Advertisement

যদিও সন্দীপ্তা সব সময় বলে এসেছেন নেতিবাচক মন্তব্যকে তিনি গুরুত্ব দিতে নারাজ। আপাতত চুটিয়ে সিরিজ়ে কাজ করে চলেছেন তিনি। খুব তাড়াতাড়ি আসতে চলেছে সন্দীপ্তার নতুন সিরিজ় ‘নষ্টনীড়’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement