Mimi Chakraborty

বড়দিনের আমেজে মিমি, সঙ্গিনী এক খুদে, কে সে? পরিচয় নিয়ে কৌতূহল মেটালেন অভিনেত্রীই

বছর শেষের সময়টা পরিবারের সঙ্গেই কাটাচ্ছেন মিমি চক্রবর্তী। বড়দিনের আমেজে অভিনেত্রীর সঙ্গে এক খুদের ছবিও সামনে এল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২২ ১৯:৩৮
Share:

বছরের শেষ কয়েকটা দিন পরিবারের সঙ্গে কাটাচ্ছেন মিমি চক্রবর্তী। ছবি: সংগৃহীত।

বছর শেষ হতে আর মাত্র কয়েক দিন। আপাতত শীতের শহরে সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা— প্রত্যেকেই মেতেছেন বড়দিন উদ্‌যাপনে। সান্তাবুড়ো বা পরিবারের সদস্যদের সঙ্গে তোলা ছবি ছড়িয়ে দিচ্ছেন সমাজমাধ্যমে আপামর বাঙালি। অভিনেত্রী মিমি চক্রবর্তীও শামিল হয়েছেন উৎসবে। তাঁর সঙ্গে সময় কাটাচ্ছে এক খুদে।

Advertisement

বড়দিনের দিন অনুরাগীদের শুভেচ্ছা জানাতে মিমি পোস্ট করেছিলেন একটি বিশেষ ছবি। সেই ছবিতে ক্রিসমাস ট্রি-র সামনে হাসিমুখে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। তাঁর হাতে ছিল সান্টাক্লজ। সঙ্গে লিখেছিলেন, ‘‘আমাদের তরফে আপনাদের বড়দিনের শুভেচ্ছা।’’

এ বারে তিনি ছবি দিলেন এক খুদের সঙ্গে। বাচ্চাটি আর মিমি, দু’জনেরই মাথায় ক্রিসমাসের পরিচিত লাল-সাদা টুপি। অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে, রৌদ্রস্নাত অভিনেত্রীর কপালে চুম্বন এঁকে দিচ্ছে বাচ্চাটি। মিমি লিখেছেন, ‘‘আমি এবং আমার ভালবাসা।’’ স্বাভাবিক ভাবেই মিমির সঙ্গে এই বাচ্চাটির ছবি অনেকের মনে কৌতূহল তৈরি করেছে। নেটদুনিয়ায় অনেকেই জানতে চেয়েছেন, বাচ্চাটির আসল পরিচয়। কেউ কেউ আবার মিমি বাচ্চাটিকে দত্তক নিয়েছেন কি না, তা-ও জানতে চেয়েছেন!

Advertisement

আসলে বাচ্চাটি হল মিমির দিদির মেয়ে। নাম কৃতি দত্ত চক্রবর্তী। এখন শীতের ছুটি শুরু হয়েছে। তাই জলপাইগুড়ি থেকে সে চলে এসেছে মাসির সঙ্গে ছুটি কাটাতে। বোনঝির সঙ্গেও সময় কাটাতে পেরে মিমি যে বেশ খুশি, তা এই ছবিগুলি থেকেই স্পষ্ট। আনন্দবাজার অনলাইনের তরফে মিমির সঙ্গে যোগাযোগ করা হলে অভিনেত্রী বলেন, ‘‘ওর এখন তিন বছর বয়স। এই প্রথম কলকাতায় আমার কাছে এসেছে। জলপাইগুড়ির আমার সম্পূর্ণ পরিবার এখন কলকাতায়।’’

মিমির পোস্ট করা একটি ছবিতে অভিনেত্রীর পোষ্যের সঙ্গে কৃতির ছবি দেখা গিয়েছে। মিমির কথায়, ‘‘চিকু আর ম্যাক্স-দু’জনের সঙ্গেই ওর খুব ভাল বন্ধুত্ব তৈরি হয়ে গিয়েছে। ও ম্যাক্সকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার কথাও বলেছে।’’ পরিবারের সকলে একসঙ্গে। তার মানে কি নতুন বছর উদ্‌যাপনের পরিকল্পনাও সেরে ফেলেছেন অভিনেত্রী? কিন্তু, তা হচ্ছে না। কারণ মিমির কথায়, ‘‘ওরা নিউ ইয়ারের আগেই আবার জলপাইগুড়ি ফিরে যাবে। তার পর আমি আবার কাজে ব্যস্ত হয়ে পড়ব।’’

প্রসঙ্গত, গত মে মাসে মুক্তি পেয়েছিল মিমি অভিনীত ছবি ‘মিনি’। সেই ছবিতেও এক খুদের সঙ্গে তাঁর বন্ধুত্বের গল্প বলা হয়েছিল। চলতি মাসেই মুক্তি পেয়েছে মিমির সাম্প্রতিক ছবি ‘খেলা যখন’। নতুন বছরে বেশ কিছু ছবি নিয়ে কথাবার্তা চলছে অভিনেত্রীর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement