ইশা সাহা। —ফাইল চিত্র।
এলোমেলো চুল। চুল বাঁধার ব্যান্ডটি শোভা পাচ্ছে হাতে। পরনে হাঁটু পর্যন্ত ড্রেস। আধুনিক ধাঁচে বানানো সেই পোশাক। গরমের ‘আদর্শ’ পোশাকে ফ্রেমবন্দি হলেন অভিনেত্রী ইশা সাহা। সমাজমাধ্যমে প্রতি দিনই নিত্যনতুন ছবি পোস্ট করতে দেখা যায় নায়িকাদের। সেই ছবিতে অনুরাগীদের বিভিন্ন মন্তব্যও চোখে পড়ে। কিন্তু ইশার ইনস্টাগ্রামে ঢুঁ দিলে দেখা যাবে না, মন্তব্য বাক্স গায়েব! এমনকি আগের কোনও মন্তব্যও পড়া যাবে না। অবশ্য বেশ কিছু ছবিতে মন্তব্য করার সুযোগ রয়েছে। আবার বিশেষ কিছু ছবিতে ইচ্ছে হলেও কোনও মন্তব্য করতে পারবেন না। আসলে ইনস্টাগ্রামে এ হেন ব্যবস্থা করেছেন ইশা। কিন্তু হঠাৎ এমনটা কেন করলেন নায়িকা?
এক দিন আগে হাঁটু পর্যন্ত পোশাকে নিজের একটি ছবি পোস্ট করেছিলেন নায়িকা। ব্যস, সেই ছবি প্রকাশ্যে আসতে না আসতেই মন্তব্যের ভিড়। কেউ লিখেছেন ‘অপুষ্টিতে ভুগছেন!’ আবার কেউ মন্তব্য করেছেন, “একদমই কিছু খাওয়াদাওয়া করেন না।” আবার কারও প্রশ্ন, “আপনাকে যে খুব খারাপ দেখতে লাগছে বুঝতে পারছেন?” নেতিবাচক মন্তব্য আটকাতেই আপাতত ইনস্টাগ্রামে কিছু কিছু পোস্টের ক্ষেত্রে মন্তব্য বাক্স নিয়ন্ত্রিত করে দিয়েছেন অভিনেত্রী।
তবে ইশাই প্রথম নন। এর আগে অনেক অভিনেত্রীকেই নানা ধরনের বিরূপ মন্তব্য শুনতে হয়েছে সমাজমাধ্যমের পাতায়। তবে বেশির ভাগ সময়েই নায়িকারা এ ধরনের বিষয় এড়িয়ে যান। তবে ব্যতিক্রমও রয়েছে। যেমন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় বা শ্রীলেখা মিত্র কিন্তু কখনও ছেড়ে দেওয়ার পাত্রী নন। বেশিরভাগ সময়েই স্পষ্ট ভাষায় কটাক্ষের জবাবও দিতে দেখা গিয়েছে তাঁদের। তবে ইশা কোনও জবাব দেননি। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘অসুখ বিসুখ’ ছবির শুটিং সেরে সদ্য পাহাড় থেকে ফিরেছেন নায়িকা।