Vikram Chatterjee

Tollywood: ভাই-বোনের ভালবাসায় মুগ্ধ নেটমাধ্যম, চেনা যাচ্ছে ডান দিকের খুদে টলি তারকাকে?

এই নায়কের সঙ্গে এক সময়ে প্রেম ছিল বড়পর্দার প্রথম সারির নায়িকার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২১ ২৩:০৯
Share:

চিনতে পারছেন ডান দিকের টলি নায়ককে?

ভাই-বোনের প্রেম বোঝাতে ১৯৭১ সাল থেকে মানুষের গলায় একটিই গান শোনা যায়। হিন্দি ছবি ‘হরে রাম হরে কৃষ্ণ’-র ‘ফুলো কা তারোঁ কা’। সেই একই গানে নিজের বোনের প্রতি ভালবাসা জানালেন টলিউডের নায়ক। ইনস্টাগ্রামে পোস্ট করলেন কয়েকটি ছবি। যেখানে নিজের ও তাঁর বোনের ছোটবেলার কিছু মুহূর্ত ফুটে উঠেছে। নীচে হ্যাশট্যাগে লেখা, ‘সিবলিং লাভ’, ‘সিস্টার’, ‘ব্রাদার’ ইত্যাদি। আর উপরে লেখা, ‘ফুলো কা তারো কা-র মতো মুহূর্ত।’

Advertisement

চিনতে পারছেন এই নায়ককে? সুবিধার জন্য কয়েকটা সূত্র দেওয়া যাক

Advertisement

এই নায়কের সঙ্গে এক সময়ে প্রেম ছিল বড়পর্দার প্রথম সারির নায়িকার। তা ছাড়া পরবর্তীকালে অন্য এক টেলিপাড়ার অভিনেত্রীর সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন শোনা যায়, যিনি এই মুহূর্তে বড় পর্দায় পা রাখতে চলেছেন।

এই নায়ক ছোট পর্দায় একাধিক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করে দর্শকের মন জয় করেন।

কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময়ে তিনি মানুষের সেবায় ব্যস্ত রেখেছিলেন নিজেকে।

এই মুহূর্তে জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’-এ অভিনেতা অঙ্কুশ হাজরার সঙ্গে সঞ্চালকের ভূমিকায় দেখা যায় তাঁকে।

তিনি বিক্রম চট্টোপাধ্যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement