Yash Dasgupta

Yash-Madhumita: মধুমিতার সঙ্গে আবার জুটি বাঁধছেন যশ

অনেক দিন ধরেই যশের প্রত্যাবর্তন নিয়ে জল্পনা চলছে। সঞ্চালক হিসেবে তিনি ছোট পর্দায় ফিরছেন, এমন গুঞ্জনও শোনা গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২১ ১৯:৫৪
Share:

যশ দাশগুপ্ত এবং মধুমিতা সরকার

সপ্তাহান্ত জমজমাট। অভিনয়ে ফিরছেন যশ দাশগুপ্ত। তার থেকেও বড় খবর, মধুমিতা সরকারের সঙ্গে জুটি বেঁধে ফিরছেন তিনি। এই খবরে বাঁধভাঙা আনন্দ যশ-মধুমিতার অনুরাগী মহলে। যাঁরা ভালবেসে তাঁদের প্রিয় তারকাদের নাম দিয়েছিলেন ‘যশমিতা’। শনিবার আনন্দবাজার অনলাইন যোগাযোগ করলে যশ জানান, খবর সত্যি। আরও খবর, শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের আগামী প্রযোজনায় দেখা যাবে ছোট পর্দার ‘অরণ্য সিংহ রায়-পাখি ঘোষ দস্তিদার’-কে। প্রসঙ্গত, ২০১৩-র ব্লকবাস্টার ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’-তে এই প্রযোজনা সংস্থাই প্রথম যশ-মধুমিতাকে জুটি হিসেবে এনেছিল।

Advertisement

যদিও কোন পর্দায়, কার পরিচালনায় ফিরছেন জুটি, সে খবর এখনই ফাঁস করতে রাজি নন যশ। অভিনেতা জানিয়েছেন, কথাবার্তা চলছে। খুব শিগগিরিই সামনে আসবে সব কিছু। তবে পাপারাৎজিদের ক্যামেরা এড়াতে পারেননি জনপ্রিয় জুটি। সেই ছবি ভাইরাল মধুমিতার ফ্যানপেজে।

ছবি বলছে, এসভিএফের অফিসে দেখা গিয়েছে দুই তারকাকে। দু’জনেরই পরনে ছেঁড়া ডেনিম। মধুমিতা অনায়াস স্লিভলেস ছোট টপে। যশ পরেছেন গোল গলার টি-শার্ট। দুই তারকার ছবি তোলার ভঙ্গি বুঝিয়ে দিয়েছে, এখনও তাঁদের রসায়ন অটুট!

Advertisement

যদিও টলিপাড়ায় খবর, বাবা যাদবের পরিচালনায় এ বার দেখা যাবে যশ-মধুমিতাকে।

অনেক দিন ধরেই যশের প্রত্যাবর্তন নিয়ে জল্পনা চলছে। সঞ্চালক হিসেবে তিনি ছোট পর্দায় ফিরছেন, এমন গুঞ্জনও শোনা গিয়েছে। আনন্দবাজার অনলাইনকে তখনও যশ জানিয়েছিলেন, পুরোটাই রটনা, মিথ্যে খবর। এ দিকে মধুমিতাও ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় একটি বিজ্ঞাপনী ছবির শ্যুট সদ্য শেষ করেছেন। অন্য দিকে, যশের অভিনয় জীবন ছোট পর্দা দিয়ে শুরু। হিন্দি ধারাবাহিকে তাঁকে প্রথম দেখা গেলেও অভিনেতা বাংলা বিনোদন দুনিয়ায় প্রথম পা রাখেন, জনপ্রিয় হন এসভিএফ-এর হাত ধরে। ২০১৩-২০১৬, তিন বছর ধরে স্টার জলসায় সফল ভাবে সম্প্রচারিত ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিক। ছোট পর্দার ‘অরণ্য-পাখি’ জুটি আজও দর্শকদের ভীষণ কাছের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement