সত্যম ভট্টাচার্য। —ফাইল চিত্র।
‘রক্তবীজ’, ‘ব্যোমকেশ’-এর পর ‘বুমেরাং’ ছবিতে সত্যম ভট্টাচার্যর অভিনয় করার কথা ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছিল। তবে শেষ মুহূর্তে ছবি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। সে কথাই ফেসবুকে ঘোষণা করলেন সত্যম। বাংলা চলচ্চিত্র জগতে এই ঘটনা নতুন নয়। ছবিতে অভিনেতার সরে যাওয়ার ঘটনা আগেও দেখেছেন দর্শক। সাধারণত এই সব খবরের নেপথ্যে বিতর্কই খোঁজে দর্শক। তবে এ ক্ষেত্রে এমন কোনও ঘটনা ঘটেনি। অসুস্থতার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। সে কথা নিজের স্পষ্ট করেন সত্যম।
তিনি লেখেন, “অনেক দিন ধরেই অসুস্থ রয়েছি। চোখের সমস্যায় ভুগছি। এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারিনি। তাই সৌভিক কুণ্ডু পরিচালিত ‘বুমেরাং’ ছবি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি। পরিচালককে ধন্যবাদ, শেষ দিন পর্যন্ত চেষ্টা চালিয়ে গিয়েছেন যদি কোনও ভাবে একসঙ্গে কাজটা করা যায়। কিন্তু তা সম্ভব হল না। টিমের প্রতিটি সদস্যকে শুভেচ্ছা।” তবে সত্যমের পরিবর্তে কে অভিনয় করবেন? সেই কথাও নিজের পোস্টেই জানিয়েছেন নায়ক। সত্যমের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সৌরভ দাসকে। তাঁকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়ের বিপরীতে অভিনয় করার কথা ছিল সত্যমের।
মজার মোড়কে ছবির চিত্রনাট্য লিখেছেন পরিচালক সৌভিক। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির শুটিং। এক দিকে, জিৎ এবং রুক্মিণীর জুটি, অন্য দিকে দেবচন্দ্রিমা এবং সৌরভের জুটিকে বড় পর্দায় দেখার অপেক্ষায় দর্শক।