গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ছাড়া সব দেশ দল ঘোষণা করে দিয়েছে। এই প্রতিযোগিতার সব খবর। গত বার কেকেআরকে চ্যাম্পিয়ন করা শ্রেয়স আয়ারকে এ বার আইপিএলে অধিনায়ক করেছে পঞ্জাব কিংস । বাকি দলগুলি কাকে অধিনায়ক করবে? আজ কি ঘোষিত হতে পারে কোনও দলের অধিনায়কের নাম? আইপিএলের সব খবর। এ ছাড়াও থাকছে ইংলিশ প্রিমিয়ার লিগ এবং আইএসএলের ম্যাচ।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুধু ভারতের দল ঘোষণা বাকি, সব খবর
সাতটি দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের দল ঘোষণা করে দিয়েছে। বাকি শুধু ভারত। যা জানা যাচ্ছে, প্রাথমিক দল ঘোষণা করা হবে না। ভারত একেবারে তাদের ১৫ জনের দল ঘোষণা করবে। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতা। তার আগে সব খবর।
আইপিএলে পঞ্জাব অধিনায়কের নাম জানিয়ে দিয়েছে, আজ কোনও দল ক্যাপ্টেনের নাম জানাবে?
গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
আইপিএলে পঞ্জাব কিংস অধিনায়কের নাম ঘোষণা করে দিয়েছে। গত বার কেকেআরকে চ্যাম্পিয়ন করা শ্রেয়স আয়ারকে এ বার তারা দায়িত্ব দিয়েছে। বাকি দলগুলি কাকে অধিনায়ক করবে? আজ কি ঘোষিত হতে পারে কোনও দলের অধিনায়কের নাম? আইপিএলের সব খবর।
আইএসএলে দ্বিতীয় স্থানে আসার লক্ষ্যে গোয়া, বিপক্ষে নর্থইস্ট
আইএসএলে আজ একটিই ম্যাচ। মুখোমুখি নর্থইস্ট ইউনাইটেড ও এফসি গোয়া। এই ম্যাচে গোয়া জিতলে বেঙ্গালুরু, জামশেদপুরকে টপকে দ্বিতীয় স্থানে চলে আসবে। জিতলে গোয়ার ১৫ ম্যচে ২৯ পয়েন্ট হবে। দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গালুরুর ১৫ ম্যাচে ২৭ এবং তৃতীয় স্থানে থাকা জামশেদপুরের ১৪ ম্যাচে ২৭ পয়েন্ট। মোহনবাগান ১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। এই ম্যাচে নর্থইস্ট জিতলে শীর্ষে থাকা তিন দলের সুবিধা। খেলা সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ ও স্টার স্পোর্টস চ্যানেল এবং জিয়ো সিনেমা অ্যাপে।
ইপিএলে চার ম্যাচ, খেলবে লিভারপুল, চেলসি, সিটি
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ চারটি ম্যাচ। খেলবে লিভারপুল, চেলসি, ম্যাঞ্চেস্টার সিটি। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা লিভারপুল খেলবে নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে। খেলা রাত ১:৩০ থেকে। চেলসির সামনে বোর্নমাউথ। সিটি মুখোমুখি ব্রেন্টফোর্ডের। দু’টি ম্যাচই রাত ১টা থেকে। একই সময়ে রয়েছে ওয়েস্টহ্যাম-ফুলহ্যাম ম্যাচ। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।
অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় দিনের খেলা, খেলবেন ফ্রিৎজ়, রিবাকিনা
আজ অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় দিন। পুরুষদের সিঙ্গলসে খেলবেন চতুর্থ বাছাই টেলর ফ্রিৎজ়, পঞ্চম বাছাই দানিল মেডভেডেভ, নবম বাছাই আন্দ্রে রুবলেভ। মহিলাদের সিঙ্গলসে খেলতে দেখা যাবে ষষ্ঠ বাছাই এলিনা রিবাকিনাকে। খেলা সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।