Jasmine Roy

নায়িকাই হতে চাই, কিন্তু কাজ ছাড়া বেশি দিন বসে থাকতে পারব না: জ্যাসমিন

নতুন চরিত্রে নতুন ভাবে দর্শকের সামনে এলেন জ্যাসমিন রায়। মাত্র চার মাসের বিরতি। এত তাড়াতাড়ি কেন সিরিয়ালে ফিরলেন জ্যাসমিন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২২ ১৯:১৬
Share:

‘গাঁটছড়া’ সিরিয়ালে খড়ির নতুন প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখা যাবে জ্যাসমিনকে।

অগস্টেই শেষ হয়েছিল সিরিয়াল ‘আমার সোনা চাঁদের কণা।’ মাঝে প্রায় চার মাসের বিরতি। আবারও ছোট পর্দায় ফিরেছেন অভিনেত্রী জ্যাসমিন রায়। ‘গাঁটছড়া’ সিরিয়ালে খড়ির নতুন প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখা যাবে তাঁকে, স্টুডিয়োপাড়ায় খবর এমনটাই। যদিও এখনই নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না, চরিত্রটা কতটা ধূসর। তবে তানির চরিত্রে জ্যাসমিনকে দেখে ইতিমধ্যেই দর্শক মনে প্রশ্ন জেগেছে। আবারও গৌরবের জীবনে ঝড় তুলতে আসছেন নাকি জ্যাসমিন?

Advertisement

এই প্রথম নয়। ‘ত্রিনয়নী’ সিরিয়ালে গৌরব রায়চৌধুরীর জীবনে ঝড় তুলেছিলেন জ্যাসমিন। এ বার গৌরব চট্টোপাধ্যায়ের জীবনে নতুন কী কাণ্ড ঘটাতে আসছেন তিনি? মুখ্য চরিত্রে অভিনয়ের পর কেন ‘গাঁটছড়া’য় অভিনয়ের জন্য রাজি হলেন? আনন্দবাজার অনলাইনকে জ্যাসমিন বলেন, “আমি নায়িকাই হতে চাই। কিন্তু টানা কাজ ছাড়া বসে থাকা আমার পক্ষে খুবই কঠিন। আর তা ছাড়া তানি চরিত্রটাও দারুণ। একটা রহস্য আছে, তাই ভাল লাগছে। শোলাঙ্কির সঙ্গে কোনও প্রতিযোগিতা নেই। পরবর্তী কালে মুখ্য চরিত্র পেলে নিশ্চয়ই করব।”

আপাতত তানি চরিত্রেই মজে জ্যাসমিন। কোনও কাজই তাঁর কাছে ছোট নয়। যাতে দর্শক এই চরিত্রেও তাঁকে খুব ভালবাসেন সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছেন। আপাতত সিরিজ় কিংবা সিনেমার কোনও কিছুই করছেন না। এখন তাঁর ধ্যানজ্ঞান শুধুই ‘গাঁটছড়া’।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement