Guddi Serial

অনুজের প্রয়োজন রণজয়ের শিক্ষা! ‘গুড্ডি’ সিরিয়ালে নিজের চরিত্র নিয়ে বিরক্ত নায়ক

‘গুড্ডি’ সিরিয়ালে অনুজের চরিত্র নিয়ে মাঝে মাঝেই কটূক্তির ঝড় ওঠে। এ বার নিজের চরিত্র নিয়ে নিজেই মন্তব্য করে বসলেন রণজয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২২ ১৫:২২
Share:

‘গুড্ডি’ সিরিয়ালে নিজের চরিত্র নিয়ে কী বললেন রণজয়? ফাইল চিত্র।

অনুজকে নিয়ে গুড্ডি আর শিরিনের মাঝের টানাপড়েন যেন শেষ হয় না। এক দিকে গুড্ডির প্রতি ভালবাসা, অন্য দিকে আবার স্ত্রী শিরিনের প্রতি দায়িত্ব। কোনওটাই সঠিক ভাবে পালন করতে পারছেন না অনুজ। ‘গুড্ডি’ সিরিয়ালে অনুজের চরিত্র দেখে ভীষণই বিব্রত দর্শক। এ তো গেল দর্শকের কথা। কিন্তু এই চরিত্রে যিনি অভিনয় করছেন, তাঁর কেমন লাগছে? অনুজের চরিত্রে দর্শক দেখছেন রণজয় বিষ্ণুকে। এমন একটি চরিত্রে অভিনয় করতে গিয়ে বিরক্ত রণজয়ও।

Advertisement

রণজয়ের অনুভূতি প্রকাশ পেল তাঁর নতুন ভিডিয়োয়। কী বললেন? রণজয় বললেন, “খুবই বিরক্তিকর। অনুজ নামের লোকটাকে আমার কাছে পাঠানো উচিত। প্রেম ভিতরে ভরপুর কিন্তু কাজ ছাড়া তো কিছুই বোঝে না। মনে মনে গুমরে মরছে। আরে আগে নিজেকে ভাল রাখ, তার পর তো বাকিদের ভাল রাখবি। আমার থেকে পাঠ নেওয়া দরকার জীবন কী ভাবে যাপন করা উচিত।”

Advertisement

রণজয়ের এই ভিডিয়োয় কারও মন্তব্য, “রণজয়দা, অনুজকে বোঝাও যেন শিরিনকে ডিভোর্স দিয়ে দেয়।” আবার অনুজের কিছু কিছু সিদ্ধান্তে বেশ বিরক্ত অনেকেই। যে কোনও চরিত্রে একটানা অভিনয়ের ফলে অভিনেতার সঙ্গে সেই চরিত্রের একটা যোগাযোগ স্থাপিত হয়ে যায়। সেই একাত্মবোধ যে নায়ককে অনুজ চরিত্র নিয়ে আরও বেশি করে ভাবাচ্ছে এই ভিডিয়ো যেন সেই আভাসই দেয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement