Gourab Chakraborty

মা হতে চলেছেন ঋদ্ধিমা, হবু বাবা গৌরব কী বিশেষ যত্ন নিচ্ছেন নায়িকার?

সেপ্টেম্বরেই ঋদ্ধিমা-গৌরবের বাড়িতে আসবে নতুন অতিথি। কী বিশেষ প্রস্ততি নিচ্ছেন হবু বাবা?

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুন ২০২৩ ১৭:৩৪
Share:

গৌরব-ঋদ্ধিমা। ছবি: সংগৃহীত।

নতুন অতিথি আসছে। চক্রবর্তী বাড়িতে খুশির আবহাওয়া৷ এক দিকে ঠাম্মা দাদু যেমন নাতি বা নাতনিকে দেখার জন্য অস্থির। তেমনই মা-বাবাও সময় গুনছেন। তাঁরা দু’জনেই টালিগঞ্জের ব্যস্ত অভিনেতা৷ তবে এই মুহূর্তে বিরতিতে আছেন ঋদ্ধিমা ঘোষ। মা হতে চলেছেন, তাই একটু বেশি নিজের খেয়াল রাখছেন৷ সঙ্গে আছেন স্বামী গৌরব চক্রবর্তী। এই সময় কী ভাবে বৌয়ের যত্ন নিচ্ছেন অভিনেতা?

Advertisement

আনন্দবাজার অনলাইনকে নায়ক জানালেন, যথাসম্ভব চেষ্টা করছেন ঋদ্ধিমার খেয়াল রাখার। তিনি বলেন, ‘‘খুবই আনন্দদায়ক সময় এটা আমাদের জন্য৷ চেষ্টা করছি ওকে যত্ন করার। একটু বেশি প্যাম্পার করার। ঋদ্ধিমার অবশ্য না হয় মুড সুইং, না হয় কোনও বিশেষ খাবার ইচ্ছা! তবু তার মধ্যেও চেষ্টা করছি।’’

চিকিৎসক জানিয়েছেন, সেপ্টেম্বরেই আসতে পারে নতুন অতিথি। প্রায় সাত মাস পার হতে চলল। গৌরব বললেন, ‘‘এখন ঋদ্ধিমার বসতে-উঠতে একটু অসুবিধা হয়। চেষ্টা করি সাহায্য করার।’’

Advertisement

একই ভাবে উত্তেজিত হবু ঠাকুমা মিঠু চক্রবর্তী। যদিও এর আগে এক বার ঠাকুমা হয়ে গিয়েছেন। ছোট ছেলে অভিনেতা অর্জুন চক্রবর্তীর এক মেয়ে। তবুও নতুন সদস্যের জন্যও অনেক রকমের পরিকল্পনা রয়েছে তাঁরও।

এই মুহূর্তে ‘হরগৌরী পাইস হোটেল’ সিরিয়ালে অভিনয় করছেন মিঠু। তবে নাতি বা নাতনি হলেই ছুটি নেওয়ার পরিকল্পনা করে রেখেছেন। তাই আপাতত নতুন অতিথির জন্য অপেক্ষায় চক্রবর্তী বাড়ি৷

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement