গ্রাফিক: শৌভিক দেবনাথ।
নিজের ফ্ল্যাটে বন্ধুর হাতে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করলেন টলিউডের এক উঠতি মডেল ও অভিনেত্রী। যাদবপুর থানায় দায়ের করা অভিযোগে তিনি জানিয়েছেন, অভিযুক্ত তাঁর যৌন হেনস্থার পাশাপাশি তার ভিডিয়ো রেকর্ডিং করেছেন। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকিও দিচ্ছেন।
বিজয়গড়ের বাসিন্দা বছর ২৬-এর ওই অভিনেত্রী আদতে নদিয়ার কল্যাণীর বাসিন্দা। টলিউডে কাজের সূত্রে বিজয়গড়ে একটি আবাসনে একাই থাকেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী সৌম্যশুভ্র রায়।
বুধবার রাতে যাদবপুর থানায় তিনি লিখিত অভিযোগ জানিয়েছেন। পুলিশকে তিনি জানিয়েছেন, মধ্যমগ্রামের বাসিন্দা এক যুবকের সঙ্গে তাঁর বন্ধুত্ব ছিল। ২০০৯ থেকে সেই যুবককে চিনলেও বিভিন্ন বিষয়ে মনোমালিন্যের কারণে দীর্ঘদিন তাঁর সঙ্গে যোগাযোগ ছিল না। এ বছর এপ্রিল মাসে ফের সেই যুবকের সঙ্গে যোগাযোগ হয়। তার পর থেকে ওই যুবকের সঙ্গে নির্যাতিতার মাঝেমধ্যেই যোগাযোগ হয়েছিল।
আরও পড়ুন: বিকেল ৫টা থেকে লকডাউন, বসছে ব্যারিকেড, চলছে পুলিশের তৎপরতা
অভিযোগ, সম্প্রতি লকডাউনের জন্য ওই যুবকের ব্যবসায় বেশ কিছু ক্ষতি হয়। অভিযুক্ত ওই অভিনেত্রীর কাছ থেকে ৩০ হাজার টাকা ধার চান। নির্যাতিতা পুলিশকে জানিয়েছেন, প্রথমে অভিযুক্ত তাঁর বাড়িতে দেখা করতে বলেছিলেন। তিনি রাজি না হওয়ায়, ৫ জুলাই অভিযু্ক্ত নির্যাতিতার বাড়িতে দেখা করতে আসেন। অভিযোগ, প্রথমে স্বাভাবিক কথা বার্তা বলছিলেন অভিযুক্ত। তারপর হঠাৎই নির্যাতিতার একা থাকার সুযোগে তাঁর উপর ঝাঁপিয়ে পড়েন। অভিযোগ, ধর্ষণ করার ভিডিয়ো রেকর্ড করেন অভিযুক্ত। তার পর নির্যাতিতাকে হুমকি দেন গোটা ঘটনা প্রকাশ্যে এলে সেই ভিডিয়ো ভাইরাল করে দেবেন।
আরও পড়ুন: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় কনটেনমেন্ট জোনগুলি দেখে নিন
নির্যাতিতার দাবি, তিনি ভয়ে চুপ করে ছিলেন। কিন্তু এর পর ৭ জুলাই ফের ওই অভিযুক্ত ফোন করে নির্যাতিতাকে এবং তার ফ্ল্যাটে যেতে চান। তারপরই যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩৭৬(ধর্ষণ) এবং ৫০৬ (ভয় দেখানো) ধারায় এফআইআর করেছে। বুধবার রাতেই চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে নির্যাতিতার শারীরিক পরীক্ষা করা হয়। ম্যাজিস্ট্রেটের সামনে অভিযোগকারিণীর গোপন জবানবন্দি রেকর্ড করা হবে। টলিউড সূত্রে খবর, বেশ কয়েকটি টেলি সিরিয়ালে অভিনয় করেছেন নির্যাতিতা, তার মধ্যে রয়েছে সাত ভাই চম্পা। পাশাপাশি মডেলিংও করতেন তিনি। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। দ্রুত তাকে গ্রেফতার করা হবে।