পরমব্রত-অনুপম-রূপম
আমপান, অতিমারির মোকাবিলায় ফান্ড তুলতে এ বার শামিল হল গোটা টলিউড। মানুষের সেবায় সব তারকা হাজির অনলাইন কনসার্ট ‘অল ফর বেঙ্গল’-এ।
শোয়ের উদ্যোক্তা ফসিলস ব্যান্ডের লিড সিঙ্গার রূপম ইসলাম। রূপম বললেন, ‘‘দিল্লির এক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে। ফান্ড আসতে শুরু করেছে। কনসার্ট থেকে যা টাকা উঠবে, দুই ভাগে ভাগ করা হবে সেটা। ১০০টি দুঃস্থ পরিবারকে খুঁজে বার করেছি, যারা গানবাজনার সঙ্গে কোনও ভাবে যুক্ত ছিল, কিন্তু এখন কাজ হারিয়ে তারা নিঃস্ব। প্রাপ্ত টাকা পরিবারপিছু ভাগ করে দেওয়া হবে। আবার এর পাশাপাশি আমপানে ক্ষতিগ্রস্ত পরিবারদের হাতেও তুলে দেওয়া হবে সাহায্য।’’
কনসার্টে একাধিক অভিনেতাকে গান গাইতে দেখা যাবে। এ ছাড়া থাকবেন একঝাঁক প্লেব্যাক সিঙ্গার, কম্পোজ়ার, নৃত্যশিল্পী। থাকবে বাংলা ব্যান্ডও। হারমোনিকা বাজাবেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, কবিতা পাঠ করবেন অপর্ণা সেন। অনুপম রায়, অঞ্জন দত্ত, নীল দত্ত, উষা উত্থুপ, বাবুল সুপ্রিয়, রূপঙ্কর, শ্রীকান্ত আচার্য, ইন্দ্রনীল সেন, লোপামুদ্রা মিত্র, রাঘব চট্টোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য, ইমন চক্রবর্তী, ব্রততী বন্দ্যোপাধ্যায় এবং পরমব্রত চট্টোপাধ্যায়ের পারফরম্যান্সও থাকবে সেই কনসার্টে। এ ছাড়া নিজেদের জনপ্রিয় গান নিয়েই হাজির হবেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, সিধু, সুরজিৎ চট্টোপাধ্যায়, পটা প্রমুখ। সিধু গাইবেন ‘শুধু তুমি এলে না...’ পাশাপাশি তাল মেলাবেন বিক্রম ঘোষ, তন্ময় বসু, দেবজ্যোতি মিশ্রও। মনোরঞ্জনে আছেন মীর, রুদ্রনীল ঘোষ, সুদীপ্তা চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী প্রমুখ।
এখানেই শেষ নয়, ‘অল ফর বেঙ্গল’ কনসার্টে টিম নিয়ে হাজির হবে ব্যান্ড লক্ষ্মীছাড়া, ফসিলস। আগামী দু’-তিন দিনের মধ্যে বাকি তারকাদের সম্মতি পাওয়া গেলেই অনুষ্ঠান শিডিউল বানিয়ে ফেলবেন তাঁরা। জুনের প্রথম সপ্তাহেই কনসার্টটি মুক্তি পাবে অনলাইনে। অনুষ্ঠানের সময়সীমা আপাতত ঠিক হয়েছে তিন ঘণ্টা।