Raj Chakraborty

মা হচ্ছেন শুভশ্রী

খুব কাছের মানুষ ছাড়া আর কেউই এই খবর জানতেন না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ মে ২০২০ ০০:১৭
Share:

রাজ-শুভশ্রী

গত সপ্তাহে কোয়েল মল্লিক ও নিসপাল সিংহের ঘরে এসেছে নতুন অতিথি। তার এক সপ্তাহের মধ্যেই টলিউডের আর এক হ্যাপেনিং কাপল রাজ চক্রবর্তী ও শুভশ্রী সোশ্যাল মিডিয়ায় জানালেন খুশির খবর। মা হতে চলেছেন অভিনেত্রী। যদিও গত সপ্তাহে আনন্দ প্লাসে প্রথম এই খবর প্রকাশিত হয়েছিল। সোমবার দাম্পত্যের দ্বিতীয় বছর পূর্ণ করলেন রাজ-শুভশ্রী। এবং সেই উপলক্ষে নিজেদের সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিলেন, এই বছরেই তাঁদের পরিবারে আসছে নতুন অতিথি।

Advertisement

শুভশ্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। তবে খুব কাছের মানুষ ছাড়া আর কেউই এই খবর জানতেন না। রাজ বললেন, ‘‘শুভর পাঁচ মাস হওয়ার আগে কাউকে কিছু বলতে চাইনি। ঘটনাচক্রে আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকীর সঙ্গে ব্যাপারটা মিলে গেল। বাড়িতে ওকে এমনিই কাজ করতে দেয় না কেউ। এখন আরও আদর-যত্নে ভরিয়ে রেখেছে। আমরা সাবধানেই থাকছি।’’

লকডাউনের আগে শুভশ্রী ‘হাবজি গাবজি’, ‘বিসমিল্লা’ এবং বাবা যাদবের একটি ছবির শুটিং করেছেন। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, বেশ কিছু ছবির প্রস্তাব এবং ‘ডান্স বাংলা ডান্স’-এর বিচারকের কাজ গত কয়েক মাসে ফিরিয়ে দিয়েছেন শুভশ্রী।

Advertisement

আরও পড়ুন: বয়ফ্রেন্ডের কথা বাড়িতে লুকোতে যাব কেন! অকপট তাপসী

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement