আরিয়ান
বড় পর্দার সন্তু এ বার ছোট পর্দার মেগায়। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘মিশর রহস্য’-এ সন্তু হয়ে ওঠার আগেই ছোট পর্দায় ‘সতী’ নামে ধারাবাহিক করেছিলেন আরিয়ান ভৌমিক। বড় পর্দার পাশাপাশি ওয়েব সিরিজ়েও কাজ করেছেন এই ক’বছরে। সুশান্ত দাসের প্রযোজনায় নতুন ধারাবাহিক ‘তিতলি’তে তিনি মুখ্য চরিত্রে। তাঁর বিপরীতে নবাগতা মধুপ্রিয়া। সিরিয়ালে ফেরার সিদ্ধান্ত কেন? আরিয়ান বললেন, ‘‘অনেক দিন ধরেই ধারাবাহিকে কাজ করার কথা চলছিল। সুশান্তদার প্রস্তাবে রাজি হয়ে গেলাম।’’ ধারাবাহিকের হাঁপ ধরানো শিডিউলের সঙ্গে সিনেমার কাজ করা যাবে? ‘‘মিলিয়ে মিশিয়ে করতে হবে। সেই কথা হয়ে গিয়েছে,’’ জবাব অভিনেতার। লকডাউনের আগেই দক্ষিণ আফ্রিকায় ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’-এর শুটিং সেরে ফিরেছেন আরিয়ান।
এক অন্ধ মেয়ের পাইলট হওয়ার স্বপ্নপূরণের কাহিনি ‘তিতলি’। ‘‘সোমনাথ (চরিত্র) ইঞ্জিনিয়ার বা ডাক্তার হতে চায় না। সে সব স্বপ্ন তার নেই। অন্য ভাবে সে বাঁচতে চায়,’’ বললেন আরিয়ান।