অরগ্যানিক কটন
ইকো টুরিজমের চল বহুদিনের। শহর থেকে দূরে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার পোশাকি নাম ইকো টুরিজম। খাবার জিনিসেও অরগ্যানিক শব্দটা বেশ চালু। আজকাল প্রায়শই আমরা বহুজাতিক বিপণিতে গিয়ে অরগ্যানিক টি বা অন্যান্য জিনিস খুঁজি।
এ বার পোশাকেও অরগ্যানিক-এর স্বাদ। অবিকল লেদার লুকের ব্যাগ, জুতো মিলছে লেদারের থেকে কম দামে। রেক্সিনে সিন্থেটিক মিক্স থাকে। কিন্তু এটা পুরোপুরি ইকো ফ্রেন্ডলি। অরগ্যানিক লেদার এখন লেদারের বিকল্প হিসেবে ব্যবহার হচ্ছে বহু জায়গাতেই। বিজ্ঞান এতটাই এগিয়েছে যে মাইক্রোবায়েলজিস্টরা পশুর চামড়ার মতো দেখতে স্কিন তৈরি করছেন কৃত্রিমভাবে। বাঘ, হরিণের চামড়া থেকে ব্যাগ, জুতো তৈরি হলে যেমন দেখতে হতো তেমনই এগজটিক লুক থাকছে এই ধরনের অরগ্যানিক লেদারের ব্যাগ, জুতো, বেল্টে।
বিশ্ববিখ্যাত ফ্যাশন ডিজাইনার আলেকজান্ডার ম্যাককুইনের DNA-দিয়ে লেদার লুকের জিনিস বানানোর পেটেন্ট নিয়েছেন মাইক্রোবায়োলজির স্টুডেন্ট। এ নিয়ে নানান বিতর্কও দেখা দিয়েছে। তবে মানুষের ডিএনএ দিয়ে অরগ্যানিক লেদারের জিনিস বানানোর উদ্যোগ গোটা বিশ্বে সম্ভবত এই প্রথম। তবে অরগ্যানিক মেটিরিয়ালের হাতেকলমে পাওয়ার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
অরগ্যানিক লেদারের কাজ শুরু হয়েছে দেশেও। অরগ্যানিক সিল্কের নাম ‘অহিংসা সিল্ক’। গুটি পোকাকে না মেরে এই সিল্ক বানানো হচ্ছে।
ভেজিটেবল প্রিন্টের চল হয়েছে খুব। যা ন্যাচরাল ডাই নামে বেশি পরিচিত। ইন্ডিগো কালার এখন হট ফেভারিট। নীল দিয়ে ডাই করা এই ফ্রেবিকগুলোতে তৈরি কুর্তা, পালাজো এখন ফ্যাশনে ইন। কখনও আবার গাদা ফুলের রঙ, পানের খয়ের, এ সব দিয়ে ডাই করা হয়। আবার এগুলো দিয়ে কালার বানিয়ে তা দিয়ে ফ্যাব্রিকে প্রিন্ট হচ্ছে।
ভেজিটেবল প্রিন্টের ড্রেস কিনলে কাচার সময় সতর্ক থাকা জরুরি। ড্রাই ওয়াশে দিলে সবচেয়ে ভাল। আর বাড়িতে কাচলে অন্য কোনও জামাকাপড়ের সঙ্গে না কেচে আলাদা করে ওয়াশ করুন। কারণ ভেজিটেবল প্রিন্টে প্রথম ওয়াশে একটু রং ওঠে।
আনারস বা মাশরুমের পাল্প শুকিয়ে, একটার পর একটা লেয়ার তৈরি করে, গোটাটাকে ডাই করে নিয়ে এক ধরনের পোশাক বানানোর কাজ চলছে। মাস প্রোডাকশন শুরু হয়নি। এটা এখনও এই ধরনের কাজ বেশি হচ্ছে নর্থ-ইস্টে। আনারসের ফাইবার, বাঁশের ফাইবার দিয়ে নানান ধরনের এক্সপেরিমেন্ট হচ্ছে। তবে এ সব এক্সপেরিমেন্টার পোশাক আপনি এই পুজোয় পাচ্ছেন না।
এই পুজোয় ট্রাই করতে পারেন অরগ্যানিক কটন। গড়িয়াহাট বা নিউ মার্কেটের দোকানে এ সব ফ্র্যাবিক পাবেন না। তবে বেশ কিছু নামী দোকান ইতিমধ্যেই অরগ্যানিক ফ্রেবিকের পোশাক রাখছে। ফলে মন চাইলে সোবার, ক্লাসি লুকের এই পোশাকে দশমীর বিকেলে নিজেকে সাজাতে পারেন।