Karan Johar

Kabhi Khushi Kabhie Gham: দু’দশক পরেও নতুন চমক, বলিউড পেরিয়ে হলিউডে পাড়ি ‘কভি খুশি কভি গম’-এর

২০০১ সালে মুক্তিপ্রাপ্ত কর্ণের ‘কভি খুশি কভি গম’ বক্স অফিসে ১৩৬ কোটি টাকারও বেশি ব্যবসা করে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৬ মার্চ ২০২২ ১৩:৪৯
Share:

দু’দশক পরেও ‘কভি খুশি কভি গম’-এর জনপ্রিয়তা কমেনি।

‘কভি খুশি কভি গম’, সংক্ষেপে ‘কেথ্রিজি’। যাঁরা বলিউডকে চেনেন না, তাঁদের অনেকেরই হিন্দি ছবির চোখ-ধাঁধানো দুনিয়ার সঙ্গে প্রথম আলাপ কর্ণ জোহরের এই নাটকীয় পরিবার-কেন্দ্রিক ছবির হাত ধরে। মুক্তির দু’দশক পর সেই ছবি এ বার ছাপ রাখতে চলেছে হলিউডে!

Advertisement

কী ভাবছেন? হলিউডে ‘কেথ্রিজি’-র পুনর্নির্মাণ হতে চলেছে?

না, আপাতত সে রকম কিছুই হচ্ছে না। তবে এই ছবির শীর্ষসঙ্গীতকে ব্রিটিশ সিরিজ ‘ব্রিজার্টন’-এর দ্বিতীয় কিস্তিতে ব্যবহৃত হবে। জানা গিয়েছে, যতীন-ললিতের তৈরি গানটিকে নতুন আঙ্গিকে সাজানো হবে। সেই দায়িত্বে রয়েছেন ক্রিস বাওয়ার্স।

Advertisement

২০০১ সালে মুক্তিপ্রাপ্ত কর্ণের ‘কভি খুশি কভি গম’ বক্স অফিসে ১৩৬ কোটি টাকারও বেশি ব্যবসা করে। মুক্তির দু’দশক পরেও লতা মঙ্গেশকরের কণ্ঠে ছবির শীর্ষসঙ্গীতটির জনপ্রিয়তা দেখার মতো। এ বার হলিউডে কেমন রূপ পাবে সেই গান? শোনার জন্য মুখিয়ে আছেন বলিউড-প্রেমীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement