bollywood couples

Bollywood ex couples: অনেক আশা নিয়ে বাগদান, কিন্তু বিয়ের আগেই সম্পর্ক ছেদ কোন কোন বলিউড জুটির

রইল বলিউডের এমন কিছু তারকা জুটির কথা, যাদের বাগদান হয়েও শেষ পর্যন্ত বিয়ে হয়নি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৫১
Share:
০১ ০৯

সব গল্পের শেষটা যেমন মধুর হয় না, তেমন খ্যাতনামীদের জীবনেও সব গল্পে সুখের সমাপ্তি ঘটে না। কিছু প্রেম কাহিনি থেকে যায় অপূর্ণ। রইল বলিউডের এমন কিছু তারকা জুটির কথা, যাদের বাগদান হয়েও শেষ পর্যন্ত বিয়ে হয়নি।

০২ ০৯

করিশ্মা কপূর এবং অভিষেক বচ্চন- 'হাঁ ম্যায়নে ভি প্যার কিয়া'র সেটে আলাপ অভিষেক বচ্চন এবং করিশ্মা কপূরের৷ দীর্ঘ পাঁচ বছর প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নেন অমিতাভ-পুত্র এবং রণধীর-কন্যা। এ-ও ঘোষণা করা হয়, অমিতাভের ৬০তম জন্মদিনে বাগদান হবে দু'জনের।

Advertisement
০৩ ০৯

আশীর্বাদের চার মাস পর আচমকাই আলাদা হয়ে যায় দু'জনের পথ। কারণ অবশ্য জানা যায়নি। করিশ্মা তার এক ব্যবসায়ী সঞ্জয় কপূরকে বিয়ে করে এখন বিবাহবিচ্ছিন্ন। অভিষেক বর্তমানে ঐশ্বর্যার সঙ্গে সুখে সংসার করছেন।

০৪ ০৯

সলমন খান এবং সঙ্গীতা বিজলানি- সলমন খানের সঙ্গে একাধিক নায়িকার সম্পর্কের কথা শোনা গেলেও কোনওটিই বিয়ে পর্যন্ত গড়ায়নি। শোনা যায়, সঙ্গীতা বিজলানির সঙ্গে নাকি সলমনের বাগদান পর্যন্ত হয়েছিল। সলমনের অভিনয়জীবন তখন সবে শুরু। সঙ্গীতার প্রেমে হাবুডুবু খেতেন ‘ভাইজান’।

০৫ ০৯

আশীর্বাদের দিন ঠিক হয় দু’জনের। নিমন্ত্রণপত্র পর্যন্ত ছাপা হয়ে গিয়েছিল। তার পর বাগদানের অনুষ্ঠান বাতিল হয়। পরে সঙ্গীতার বিয়ে হয় ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের সঙ্গে। যদি, ২০১০ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।

০৬ ০৯

বিবেক ওবেরয় এবং গুরপ্রীত গিল- বিবেক ওবেরয়ের সঙ্গে মডেল গুরপ্রীত গিলের সম্পর্ক বলিউডে বেশ পরিচিত ছিল৷ বিভিন্ন অনুষ্ঠানে দু'জনকে প্রায়ই একসঙ্গে দেখা যেত। ভক্তরা ভাবতে শুরু করেছিলেন যে তাঁদের প্রেম হয়তো পূর্ণতা পাবে। যদিও বিবেক বা গুরপ্রীত কখনও তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। তার পর হঠাৎই তাঁদের সম্পর্ক ভেঙে যায়। বিবেক বর্তমানে প্রিয়ঙ্কা আলভার সঙ্গে বিবাহিত, তাঁদের দুই সন্তানও রয়েছে।

০৭ ০৯

অক্ষয় কুমার এবং রবিনা টন্ডন- ৯০-এর দশকে বলিউডে অন্যতম আলোচিত জুটি ছিলেন অক্ষয় কুমার এবং এবং রবিনা টন্ডন। ‘টিপ টিপ বরসা পানি’ গানের মতো বাস্তবেও তাঁদের রসায়ন ছিল বেশ জমাট। শোনা যায়, তিন বছর সম্পর্কের পর দু'জনে নাকি গোপনে বাগদানও সেরেছিলেন। কিন্তু এই প্রেম শেষ পর্যন্ত পূর্ণতা পায়নি৷

০৮ ০৯

রবিনার সঙ্গে বিয়ের আগেই অক্ষয়ের সঙ্গে নাম জড়ায় শিল্পা শেট্টি, রেখা-সহ একাধিক নায়িকার। রবিনা টন্ডন তা একেবারেই মেনে নিতে পারেননি। বর্তমানে অক্ষয় কুমার টুইঙ্কল খন্নার সঙ্গে চুটিয়ে সংসার করছেন। অন্যদিকে অনিল ঠন্ডানির সঙ্গে সংসারে ব্যস্ত রবিনাও।

০৯ ০৯

উপেন পটেল এবং করিশ্মা তন্না- ‘বিগ বস’ চলাকালীন কাছাকাছি আসেন উপেন পটেল এবং করিশ্মা তন্না। দু’জনের সম্পর্ক মসৃন ভাবেই এগোচ্ছিল। ‘নাচ বলিয়ে’-র মঞ্চে করিশ্মা এবং উপেনের বাগদানও হয়। ভক্তরা অপেক্ষা করছিলেন কবে তাঁরা বিয়ের খবর পাবেন। এমন সময়ে হঠাৎই তাঁদের সম্পর্ক ভেঙে খানখান। ‘নাচ বলিয়ে’ শেষ হওয়ার পর পরই জটিলতা শুরু হয়েছিল। বিচ্ছেদের জন্য পরে উপেন যদিও করিশ্মাকেই দায়ী করেন। করিশ্মা তন্না বর্তমানে বরুণ বঙ্গেরার সঙ্গে সংসারে‌ মন দিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement