porimoni

Pori Moni: নারী দিবসে উঠল স্থগিতাদেশ, পরীমণির বিরুদ্ধে চলবে মাদক মামলা

বাংলাদেশের প্রথম সারির নায়িকার বিরুদ্ধে দায়ের করা মাদক মামলা আগামী তিন মাসের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২২ ১৮:২৬
Share:

নারী দিবস দুঃসংবাদ বয়ে আনল পরীমণির জন্য।

নারী দিবস দুঃসংবাদ বয়ে আনল পরীমণির জন্য। এক সপ্তাহ আগে, অর্থাৎ, ১ মার্চ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাংলাদেশের প্রথম সারির নায়িকার বিরুদ্ধে দায়ের করা মাদক মামলা আগামী তিন মাসের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। ৮ মার্চ সেই নির্দেশ আগামী ছ’সপ্তাহের জন্য নাকচ করেছে আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

Advertisement

সেই অনুযায়ী, পরীমণির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা যেমন চলছিল সে রকমই চলবে বলে বাংলাদেশ সংবাদমাধ্যমের খবর। মঙ্গলবার বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান এ আদেশ দিয়েছেন।

১ মার্চ পরীমণির বিরুদ্ধে বনানী থানায় দায়ের করা মাদক মামলা স্থগিতের পাশাপাশি মামলা কেন বাতিল হবে না, সে বিষয়েও প্রশ্ন তুলেছিল আদালত। খবর, মামলার বিবাদী পক্ষের থেকে এই প্রশ্নের জবাবও চেয়েছিল উচ্চ আদালত। নতুন নির্দেশ সে সবও বাতিল করে দেয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement