Benoy Basu

বিনয়-বাদল-দীনেশের গল্প বলবে ‘৮/১২’

তাঁদের আত্মত্যাগকে নতুন করে সম্মান জানাতেই রূপোলি পর্দায় উঠবে স্বাধীনতার ইতিহাসের সেই অধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২১ ২১:৪৪
Share:

মাতৃভূমির জন্য নিজেদের প্রাণ দিয়েছিলেন ৩ তরুণ।

বিনয়-বাদল-দীনেশের গল্প এ বার টলিউডে। ভারতের এই ৩ স্বাধীনতা সংগ্রামীর আখ্যান বলবে পরিচালক অরুণ রায়ের ‘৮/১২’ ছবি। ১৯৩০ সালের ৮ ডিসেম্বর এই ৩ সংগ্রামী ইউরোপিয়ান পোশাকে রাইটার্স বিল্ডিংয়ে অভিযান চালিয়ে হত্যা করেছিলেন কুখ্যাত লেফটেন্যান্ট কর্নেল সিম্পসনকে। এর পর মাতৃভূমির জন্য অনায়াসে নিজেদের প্রাণ দিয়েছিলেন ৩ তরুণ।

তাঁদের আত্মত্যাগকে নতুন করে সম্মান জানাতেই রূপোলি পর্দায় উঠবে স্বাধীনতার ইতিহাসের সেই অধ্যায়। ছবিতে বিনয় কৃষ্ণ বসুর চরিত্রে দেখা যাবে কিঞ্জল নন্দকে। বাদল গুপ্তর ভূমিকায় অভিনয় করবেন অর্ণ মুখোপাধ্যায়। দীনেশ চন্দ্র গুপ্তর চরিত্রে থাকবেন সুমন বসু। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনুষ্কা চক্রবর্তী এবং বিপাশা সাহাদের।

ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছে কান সিংহ সোধার কেএসএস প্রোডাকশনস অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড। ‘ঠাম্মার বয়ফ্রেন্ড’, ‘ভ্রম’, ‘স্বাদ অনুসার’-এর মতো ছবির প্রযোজনার দায়িত্বেও ছিল এই সংস্থা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement