ওম সাহানি ও মিমি দত্ত নিজস্ব চিত্র
সংস্কৃত মন্ত্র, রবীন্দ্রসঙ্গীতে তৈরি হয়েছিল অভিনব আবহ। পুরোহিত নন্দিনী ভৌমিকের বিয়ের রীতিতে মগ্ন ছিলেন অতিথিরা। তা বলে কি খাওয়া-দাওয়া থেকে মন সরে যাবে? বাঙালি বিয়ে বলে কথা! ওম-মিমিও তাঁদের অতিথি আপ্যায়নে কোনও খামতি রাখলেন না।
ক্লাব ভার্দে ভিস্তায় ওম-মিমির আনুষ্ঠানিক বিয়ে উপলক্ষে হয়েছে আমিষ-নিরামিষ রকমারি রান্না। রাতের ভোজ তো পরে হবে। বিয়ে দেখতে দেখতেই ক্রিসপি চিলি পনীর, ফিশ ওরলি, মালাই টিক্কা কাবাব, ফ্রুট পাঞ্চ, চিলি প্রন, ফিশ ব্যাটার ফ্রাই-এর আপ্যায়ন পেলেন অতিথিরা।
নৈশভোজে ছিল এলাহি ব্যবস্থা! ভেজিটেবল জয়পুরি, ডাল মাখানি, বাটার নান, মসালা কুলচা, সাদা ভাত, পিস পোলাও, সবই আছে। তবে এ তো গেল শুধু নিরামিষ পর্ব। এর পর আমিষের পালা শুরু। গ্রিলড ফিশ ইন লেমন বাটার সস, মাটন রারার গন্ধে ম ম অনুষ্ঠান স্থল।
শেষপাতে মিক্সড ফ্রুট চাটনির সঙ্গে রোস্টেড পাপড়। চকোলেট মন্টে কার্লো ও বেকড রসগোল্লায় মিষ্টিমুখের ব্যবস্থা।
এক কথায় বলতে গেলে অতিথিদের আপ্যায়নে কোনও ত্রুটি রাখেননি টেলি পাড়ার জনপ্রিয় জুটি ওম-মিমি!