সিরিয়ালের কলাকুশলীরা।
‘টেলি অ্যাকাদেমি অ্যাওয়ার্ড’-এ শ্রেষ্ঠ সিরিয়ালের আসন ছিনিয়ে নিল ‘ফাগুন বউ’। আর সবচেয়ে জনপ্রিয় সিরিয়ালের মুকুট কার ভাগ্যে জুটল জানেন? জি বাংলার হাই টিআরপি-প্রাপ্ত সিরিয়াল ‘কৃষ্ণকলি’। রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতর এই অনুষ্ঠানের আয়োজক।
শ্রেষ্ঠ অভিনেত্রীর শিরোপা অবশ্য এক জনের ভাগ্যে জোটেনি। টেলি দুনিয়ার অতি পরিচিত মুখ দিতিপ্রিয়া রায়, মানালি দে এবং ইন্দ্রাণী হালদার, তিন জনেই ভাগ করে নিলেন ওই সম্মান। শ্রেষ্ঠ অভিনেতা রানি রাসমণি খ্যাত গৌরব চট্টোপাধ্যায়। আর শ্রেষ্ঠ খলনায়িকার শিকে ছিঁড়ল ‘রানু পেল লটারি’-র স্বাগতা মুখোপাধ্যায়ের ভাগ্যে। শুক্রবার নজরুল মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিনেতা-অভিনেত্রী ও অন্য কলাকুশলীদের হাতে পুরস্কার তুলে দেন।
স্টার জলসার ‘দেবী চৌধুরানী’ সিরিয়ালের জন্য শ্রেষ্ঠ পরিচালকের সম্মান পেলেন অমিত সেনগুপ্ত। শুধু পুরস্কার প্রদানই নয়। আয়োজন করা হয়েছিল বর্ণাঢ্য অনুষ্ঠানেরও। জিৎ গঙ্গোপাধ্যায় তাঁর গানের সুরে মাতিয়ে রাখলেন গোটা মঞ্চ। মূল সঞ্চালকের ভূমিকায় ছিলেন অরিন্দম শীল এবং জুন মাল্য। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন রাজ চক্রবর্তী।
আরও পড়ুন-ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচার দিশা দেখাতে পারে ‘ছিছোরে’
আরও পড়ুন-‘চোপড়া’ থেকে রাতারাতি প্রিয়ঙ্কা সিংহ! পিগি চপ্স-এর হলটা কী?