Karan Kundra

Tejasswi-Karan: ‘বিগ বস’-এর ঘরে চুম্বন করতে আসেন কর্ণ, বাধ সাধলেন তেজস্বী

বিছানায় শুয়ে প্রেম করছিলেন দু’জনে। আচমকাই কর্ণ এগিয়ে গিয়ে তেজস্বীকে চুমু খেতে যান। মজার ছলেই তেজস্বী তাঁকে বাধা দেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২১ ২০:৪৭
Share:

কর্ণ-তেজস্বী

‘বিগ বস’-এর ঘরে চুটিয়ে প্রেম কর্ণ কুন্দ্র এবং তেজস্বী প্রকাশের। ঝগড়াঝাটি, কান্নাকাটি, তারই মাঝে প্রেম-পীরিতি। তাঁদের ঘনিষ্ঠতা বেড়েই চলেছে। যদিও সম্প্রতি ‘বিগ বস’-এর একটি পর্বে বাধা পড়ল তাঁদের প্রেমে। বাধা দিলেন খোদ তেজস্বী।

Advertisement

বিছানায় প্রেম করছিলেন দু’জনে। আচমকাই কর্ণ এগিয়ে গিয়ে তেজস্বীকে চুমু খেতে যান। মজার ছলেই তেজস্বী তাঁকে বাধা দেন। বলেন, ‘‘এ রকম করার কথা মনে মনেও ভেবো না।’’ অনুমতি না পেয়ে সরে যান কর্ণ। সকলের অগোচরেই অন্য প্রতিযোগী রাখী সবন্ত যে কখন থেকে তাঁদের লক্ষ করছিলেন, তা বুঝতেই পারেননি দু’জনে।

যদিও পরে কাচের দু’পাশ থেকে চুম্বনের সাধ মিটিয়ে নিয়েছেন তেজস্বী-কর্ণ। যে সময়ে বাকিরা ব্যস্ত ছিলেন বড়দিন পালনে।

Advertisement

শো শেষ হওয়ার পরে কি তাঁদের প্রেম পরিণতি পাবে? অনুরাগীদের মনে বারবার এই একই প্রশ্ন জাগছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement