Tiktok

TikTok Accident: ভিডিয়ো করতে গিয়ে ভুল করে গুলি চালিয়ে আত্মঘাতী টিকটক তারকা

আত্মহত্যা করার নাটক করতে গিয়েই দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ মে ২০২১ ২২:২১
Share:

আত্মঘাতী টিকটক তারকা

বুধবার খাইবার পাখতুনখোয়া প্রদেশে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। কেবল একটি ভিডিয়ো করতে চেয়েছিলেন ‘টিকটক’ তারকা। ভুল করে গুলি চালিয়ে ফেলেন তিনি। অনিচ্ছাকৃত ভাবেই নিজের প্রাণ নিয়ে ফেললেন ১৯ বছরের হামিদুল্লাহ।

পুলিশ সূত্রে খবর, যাঁরা ভিডিয়ো করছিলেন, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই সেই বন্ধুরা স্থানীয় হাসপাতালে নিয়ে যান হামিদুল্লাহকে। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে।

নেটমাধ্যমে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে দ্রুত গতিতে। নেটাগরিকদের মনে আতঙ্ক দানা বেঁধেছে।

পুলিশের কাছ থেকে জানা গিয়েছে, ভিডিয়োয় দেখা গিয়েছে, তরুণ প্রথমে বন্দুকে গুলি ভরছে। তার পর মজা করে আত্মহত্যা করার নাটক করতে গিয়েই গুলি চালিয়ে ফেলেন। সরাসরি মাথায় গুলি লাগায় বাঁচার সম্ভাবনা ছিল না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement