Rakul Preet Singh

Bollywood: বলিউডে নতুন ছবিতে কন্ডোম পরখ করার চরিত্র পেয়ে কী বললেন অভিনেত্রী রকুল প্রীত সিংহ

এক নির্দিষ্ট সংস্থার কর্মী হয়ে বিভিন্ন কন্ডোমের মান বিচার করা কাজ এই চরিত্রের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ মে ২০২১ ২২:১৪
Share:

রকুল প্রীত সিংহ

ফের নতুন ধরনের চরিত্র বলিউডে। তিনি এ বার যে চরিত্রে অভিনয় করবেন, তাঁর কাজ গর্ভনিরোধক পরখ করা। রনি স্ক্রুওয়ালা প্রযোজিত ওই ছবিতে রকুল প্রীত সিংহ অভিনয় করবেন। পরিচালনায় করবেন তেজস দেওস্কর। ছবির নাম এখনও ঠিক হয়নি।

Advertisement

ছবি নিয়ে যতটুকু খবর পাওয়া গিয়েছে, রকুল প্রীত যে চরিত্রে অভিনয় করবেন, তাঁর কাজ গর্ভনিরোধক পরখ করা। একটি সংস্থার কর্মী তিনি। বিভিন্ন গর্ভনিরোধকের মান বিচার করা তাঁর কাজ। রকুলের কথায়, ‘‘এমন চরিত্র আমার কাছে ভীষণ নতুন। খুবই উত্তেজিত আমি। এ রকম একটা চরিত্র নিয়ে পরীক্ষানিরীক্ষা করতে পারব।’’ শুধু নিজের চরিত্র নিয়ে নয়, ছবির বিষয়বস্তু নিয়ে সন্তুষ্ট তিনি। রকুলের মতে, এ রকম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হালকা চালের ছবি হওয়া উচিত। এতে মানুষের সচেতনতা বাড়বে।

ছবির শ্যুটিং শুরু হতে হতে বছরের শেষ। পরিচালক তেজস এক সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘‘গর্ভনিরোধক নিয়ে মানুষের নাক সিঁটকানো দূর করার জন্যই এই বিষয়বস্তুর কথা মাথায় এসেছে আমার। আর চরিত্রটা লেখা সময়ে কেবল রকুলের কথাই মাথায় ছিল আমার।’’ তেজসের কথায় জানা গেল, চিত্রনাট্য পড়ার সঙ্গে সঙ্গেই রকুল রাজি হয়ে যান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement