অসুস্থ তরুণ মজুমদার
৬ দিন হল হাসপাতালে ভর্তি বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদার। বয়স ৯২। যকৃৎজনিত সমস্যা নিয়ে তাঁকে ভর্তি করা হয় শহরের এক সরকারি হাসপাতালে। বয়স বেড়েছে, ফলে এখনও পুরোপুরি বিপদ কাটেনি। অবস্থা বেশ সঙ্কটজনক। আইসিইউতেই রয়েছেন তিনি। সাড়াও দিচ্ছেন। অল্প কথাও বলছেন। কয়েক দিন আগে পর্যন্ত কিছু খাচ্ছিলেন না। তবে গতকাল থেকে রাইলস টিউবে খাচ্ছেন। পরিবারের লোকজন তো আছেই। তাঁকে দেখতে এসেছিলেন রাজনীতিবিদ কান্তি গঙ্গোপাধ্যায়। শোনা যাচ্ছে বিমান বসুও দেখে গিয়েছেন তাঁকে। তবে চিকিৎসকরা এখনও তাঁকে পুরোপুরি বিপন্মুক্ত বলতে পারছেন না। সত্তর দশকের অন্যতম জনপ্রিয় পরিচালক তিনি। একের পর এক হিট ছবি তাঁর ঝুলিতে। ‘বালিকা বধূ’, ‘শ্রীমান পৃথ্বীরাজ’, ‘দাদার কীর্তি’, ‘ভালবাসা ভালবাসা’ তার মধ্যে উল্লেখযোগ্য। শুধু ছবিই নয়, উপহার দিয়েছেন একের পর এক জুটি। ‘১৯৬২’-তে ‘কাচের স্বর্গ’ ছবির জন্য জাতীয় পুরস্কারও পান পরিচালক।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।