তমন্না
সম্প্রতি এক সাক্ষাৎকারে তমন্না ভাটিয়াকে জিজ্ঞেস করা হয়, এমন একজন সেলেবের নাম বলুন, যার ওয়ারড্রোব আপনি সুযোগ পেলেই চুরি করবেন? হাসতে হাসতে নায়িকা উত্তর দেন, ‘‘সোনম কপূর ছাড়া আর কে?’’ তবে সারা জীবন যদি তমন্নাকে একটা পোশাকেই কাটাতে হয়, সে ক্ষেত্রে ডিজাইনার আউটফিট নয়, তমন্নার পছন্দ পায়জামা আর কুর্তা। জানালেন, ফোন, ফোনের চার্জার আর বটুয়া ছাড়া বেরোন না তিনি।
এ তো গেল ফ্যাশনের কথা। তমন্নার ফিগার এবং স্কিন দুই-ই কিন্তু প্রশংসনীয়। তাঁর কাছে এর রহস্য জানতে চাওয়া হলে নায়িকার সোজাসাপটা উত্তর, ‘‘স্কিন ভাল হওয়ার জন্য আমার কোনও কৃতিত্ব নেই। মা-বাবার থেকে পেয়েছি। কিন্তু ফিগারের জন্য আমাকে খাওয়াদাওয়ার ব্যাপারে যথেষ্ট সচেতন থাকতে হয়। সেটা না খেয়ে নয়। খাওয়াটা আমি এনজয় করি, অবশ্যই ব্যালান্স করে।’’
তমন্নার সাক্ষাৎকার অথচ ‘বাহুবলী’র প্রসঙ্গ উঠবে না, তা কি আর হয়? ছবিতে তাঁর চরিত্র অবন্তিকা এবং ব্যক্তি তমন্নার মধ্যে কি কোনও মিল আছে? ‘‘আসলে চরিত্রটা এতটাই লার্জার দ্যান লাইফ যে, মিলের প্রশ্ন নেই। তবে আমাদের সবার মধ্যেই একজন যোদ্ধা থাকে। আবার একটা কমনীয় দিকও থাকে। সেই দুটো দিকই আমি ছবিতে দেখাতে পেরেছিলাম।’’