সইফকে নিয়ে কোন ভুল করে বসলেন শত্রুঘ্ন। ছবি: সংগৃহীত।
এখনও হাসপাতালেই আছেন সইফ আলি খান। হাঁটাচলা এখন বন্ধ। ক্ষত গভীর, তাই আপাতত বিশ্রামেই থাকতে হবে তাঁকে। সকাল-সন্ধ্যা করিনা কপূর খান হাসপাতালে যাচ্ছেন স্বামীর সঙ্গে দেখা করতে। ঘটনার প্রায় ৭০ ঘণ্টা কেটে যাওয়ার পর অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হামলাকারী। এ সবের মাঝেই সইফের প্রতি উদ্বেগ প্রকাশ করতে গিয়ে বড় ভুল করে বসলেন বর্ষীয়ান অভিনেতা তথা সাংসদ শত্রুঘ্ন সিন্হা। সমাজমাধ্যমে কটাক্ষ তাঁকে নিয়ে।
হাসপাতালের বিছানায় শুয়ে সইফ ছবি দিয়ে কটাক্ষের মুখে শত্রুঘ্ন। ছবি: সংগৃহীত।
হাসপাতালের বিছানায় হাসি হাসি মুখে শুয়ে সইফ, পাশে বসে করিনা। শত্রুঘ্ন সইফ করিনার এমনই একটি ছবি পোস্ট করে নিজের এক্স হ্যান্ডেলে সমবেদনা জানিয়ে লেখেন, ‘‘যা হয়েছে তা খুবই দুর্ভাগ্যজনক। আমাদের খুব কাছের ও প্রিয় মানুষ সইফের সঙ্গে এমন একটা ঘটনা ঘটবে ভাবা যায় না। তবে আশার কথা, ও দ্রুত সেরে উঠছে। আমার সমবেদনা রইল রাজ কপূরের পৌত্রী করিনার প্রতি।’’ শত্রুঘ্ন এই পোস্টের শেষে সংযোজন করেন, ‘‘এই সময় একে অপরকে দোষারোপ করা বন্ধ করুন। মুম্বই পুলিশ তাদের কাজ করছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস যথেষ্ট চিন্তিত এমন ঘটনায়। অহেতুক জলঘোলা করবে না।’’ সবই ঠিক ছিল, কিন্ত গন্ডগোল বাধল শত্রুঘ্নের পোস্ট করা ছবিতে। অভিনেতা এআই দ্বারা নির্মিত সইফ-করিনার ছবি পোস্ট করেছেন। তা-ও আবার হাসপাতালের বিছানায় শোয়া সইফ। নেটগরিকেরা এমন ছবি দেখে খড়্গহস্ত হয়েছেন অভিনেতার উপর। তাঁদের দাবি, “এমন নকল ছবি দায়িত্বজ্ঞানহীনের মতো পোস্ট করেন কী ভাবে?” যদিও এ প্রসঙ্গে এখনও পাল্টা কোনও মন্তব্য করেননি অভিনেতা।