Tahsan Rahman Khan

নীল জলরাশি আর সাদা বালির মাঝে রোজ়াকে জড়িয়ে তাহসান! কোথায় গেলেন তাঁরা মধুচন্দ্রিমায়?

সমাজমাধ্যমে তাঁদের বিয়ে নিয়ে চলেছে বিস্তর চর্চা। এ বার স্ত্রীকে নিয়ে সাদা বালি, নীল জলরাশির মাঝে। মধুচন্দ্রিমায় কোথায় গেলেন তাহসান?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ১৭:২৯
Share:

মধুচন্দ্রিমায় কোথায় গেলেন তাহসান খান? ছবি: ফেসবুক।

জীবনে নতুন অধ্যায় সদ্য শুরু করেছেন গায়ক তাহসান খান। অভিনেত্রী রাফিয়াৎ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দীর্ঘ দিন একাই ছিলেন তাহসান। ২০২৫ সালে রূপটান শিল্পী রোজ়া আহমেদের সঙ্গে নতুন জীবন শুরু করেছেন তাহসান। তার পর সমাজমাধ্যমে তাঁদের বিয়ে নিয়ে চলেছে বিস্তর চর্চা। এ বার স্ত্রীকে নিয়ে সাদা বালি, নীলজলরাশির মাঝে অভিনেতা গেলেন মধুচন্দ্রিমায়।

Advertisement

তাহসান তাঁর স্ত্রীকে নিয়ে যেখানে গিয়েছেন সেটি মধুচন্দ্রিমার জন্য ভারতীয় তারকাদের মধ্যেও বেশ জনপ্রিয়। টিভি তারকা থেকে বড় পর্দার তারকারা সময় পেলেই ঘুরে আসেন এই দ্বীপরাষ্ট্রে। এ বার তাহসান গেলেন রোজ়াকে নিয়ে মলদ্বীপে। সেখানে তাঁদের তোলা বেশ কিছু ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। মাথার উপর নীল আকাশ সামনে নীল জলরাশি। আকাশ ও সমুদ্র সীমানা যেন মিলে মিশে একাকার। হালকা দুধে আলতা রংয়ের শার্ট পরেছেন তাহসান। রোজ়া লাল গাউনে। একের অপরের মধ্যে যেন হারিয়ে গিয়েছেন। মধুচন্দ্রিমার ছবি ভাগ করে রোজ়া লেখেন, ‘‘জীবনের বোনা পর্দায় আমাদের সুতোগুলো আজীবনের মতো জড়িয়ে গিয়েছে। এমন একটা ভালবাসা যা ভীষণ পবিত্র।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement