অর্জুন তেন্ডুলকর। —ফাইল চিত্র।
যুবরাজ সিংহের বাবা যোগরাজ সিংহের কাছে প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন অর্জুন তেন্ডুলকর। সচিন তেন্ডুলকরের ছেলেকে প্রশিক্ষণ দিতে শুরুও করেছিলেন যোগরাজ। কিন্তু কয়েক দিন পর হঠাৎ করে প্রশিক্ষণ নেওয়া বন্ধ করে দেন অর্জুন। কেন? যোগরাজ জানিয়েছেন, সচিন-পুত্রের চলে যাওয়ার কারণ।
২০২২ সালে যোগরাজের কাছে প্রশিক্ষণ নিতে শুরু করেন অর্জুন। ২০২৩ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে তাঁর অভিষেকও হয়। তবু যোগরাজের কাছে প্রশিক্ষণ নেওয়া হঠাৎ বন্ধ করে দেন অলরাউন্ডার অর্জুন। এক সাক্ষাৎকারে যোগরাজ বলেছেন, ‘‘আমার কাছে ১২ দিনের জন্য এসেছিল অর্জুন। সেই ক’দিনের মধ্যেই একটা শতরান করে। তার পর আইপিএলে অভিষেক হয় ওর। তখন অনেকের ধারণা হল, অর্জুনের অলরাউন্ডার হয়ে ওঠার পিছনে আমার অবদানের কথা বলা হবে। আশা করি আমার বক্তব্য বোঝাতে পারছি।’’
অর্জুনকে ফিরিয়ে আনার চেষ্টাও করেছিলেন যোগরাজ। তিনি বলেছেন, ‘‘যুবরাজকে বলেছিলাম সচিনকে ফোন করতে। ওকে বলতে অর্জুনকে আমার কাছে পাঠাতে। আমার কাছে একটা বছর রাখার জন্য বলেছিলাম। কী হত, তার পরেই না হয় দেখা যেত।’’ কিন্তু আর যোগরাজের কাছে প্রশিক্ষণ নিতে যাননি অর্জুন।
যুবরাজের বাবা কোনও অভিযোগ করেননি। তবে অর্জুনকে সম্পূর্ণ প্রশিক্ষণ দিতে না পারার আক্ষেপ রয়েছে তাঁর। সচিন-পুত্র এখন গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন। মুম্বই দলে সুযোগ না পাওয়ায় গোয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেন তিনি। মুম্বইয়ের আইপিএলে কয়েকটি ম্যাচ খেললেও নজর কাড়তে পারেননি এখনও।