‘মেয়াদ ফুরনো’ স্যালাইন প্রয়োগে প্রসূতির মৃত্যুতে তোলপাড়। জোড়া তদন্তের নির্দেশ দিল রাজ্য সরকার। স্বাস্থ্য দফতরের বিশেষজ্ঞ দল ৩ দিনের মধ্যে বিস্তারিত রিপোর্ট দেবেন। আলাদা করে তদন্ত করবে সিআইডি। স্যালাইন-এর নমুনা পরীক্ষায় পাঠানো হয়েছে।
মেদিনীপুর মেডিক্যাল কলেজে শুক্রবার এক প্রসূতির মৃত্যু হয়। এরপরেই আরএল স্যালাইনের গুণমান নিয়ে প্রশ্ন ওঠে। স্বাস্থ্য দফতর কড়া নির্দেশিকা জারি করে। প্রসূতির মত্যুর ঘটনায় কার কার গাফিলতি? স্যালাইন প্রয়োগে মৃত্যু না কি অস্ত্রোপচারে ত্রুটি? কেন নিষিদ্ধ স্যালাইন ব্যবহার করা হল? খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিল রাজ্য সরকার।