Mithali Raj

Taapsee Pannu: এ কি তাপসী, না সত্যিই মিতালি, ‘সাবাশ মিথু’র ঝলকে বাজিমাত অভিনেত্রীর

প্রাক্তন ক্রিকেটার মিতালি রাজের জীবন নিয়ে ছবি। মিতালির ভূমিকায় তাপসী পন্নু। নজর কাড়ল ‘সাবাশ মিথু’র ঝলক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ জুন ২০২২ ১৩:০৩
Share:

‘সাবাশ মিথু’-র ঝলকে তাপসী।

এক দিকে ‘চাকদহ এক্সপ্রেস’, অন্য দিকে ‘সাবাশ মিথু’। এই প্রথম বলিউডে সাড়া ফেলছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। টিনসেলনগরীতে একসঙ্গে দুই প্রাক্তন তারকার জীবনীচিত্রের তোড়জোড়। ঝুলন গোস্বামী এবং মিতালি রাজ। ছবির প্রথম ঝলকে ঝুলনের ভূমিকায় আগেই নজর কেড়েছেন অনুষ্কা শর্মা। এ বার পালা মিতালি-রূপী তাপসী পন্নুর। এবং সোমবার মুক্তি পাওয়া প্রচার ঝলকে তাপসীকে দেখে সত্যিই সাবাশ বলছেন দর্শকেরা!

Advertisement

২ মিনিট ৪৪ সেকেন্ডের ঝলক। ব্যাট হাতে মাঠে মিতালি। চার-ছক্কার বন্যা। এর পরেই পিছিয়ে গিয়েছে গল্পের চাকা। ঝলক বলছে মিতালির প্রতিভা চিনে নেওয়া থেকে মাঠের ভিতরে-বাইরে তাঁর কঠিন লড়াই, পিঠে নিজেদের নাম লেখা জার্সি গায়ে খেলতে নামার স্বপ্নপূরণ— সবটাই ধরা থাকবে কাহিনিতে। ছবির পরিচালনায় সৃজিত মুখোপাধ্যায়।

মুম্বই সংবাদমাধ্যমের খবর, প্রাক্তন ক্রিকেটার মিতালির ভূমিকায় তাপসীকে দেখে চমকে গিয়েছেন দর্শক। এ কি অভিনেত্রী, নাকি সত্যিই মিতালি! রোদে পোড়া চেহারায়, ঘাম-রক্ত ঝরানো পরিশ্রমে, ব্যাট চালানোর দাপটে, ভারতের গণ্ডি পেরিয়ে বিশ্ব জুড়ে স্বপ্ন বোনার সাহসে তাপসী যেন অবিকল ভারতীয় দলের জেদি প্রাক্তন অধিনায়ক।

Advertisement

মিতালির ভূমিকায় পর্দায় আসার সুযোগ অফুরান তৃপ্তি জুগিয়েছে তাপসীকেও। তাঁর কথায়, ‘‘কিছু ক্রিকেটারের অজস্র রেকর্ড থাকে। কিছু ক্রিকেটারের থাকে অঢেল অনুরাগী। কিছু ক্রিকেটার আবার নিজেরাই অনুপ্রেরণা হয়ে ওঠেন, বিশ্বাস করতে শেখান, তিনি পারলে অন্যরাও পারবেন। মিতালি এই তিনটে দিকেই নিজের মতো করে উজ্জ্বল হয়ে ওঠেননি, মহিলা ক্রিকেটের ধারণাটাই বদলে ফেলতে পেরেছেন গোটা বিশ্বে। ওঁর ২৩ বছরের লড়াইকে পর্দায় ফুটিয়ে তুলতে পারা আমার কাছে ভাগ্যের ব্যাপার।’’

আগামী ১৫ জুলাই প্রেক্ষাগৃহে আসছে ‘সাবাশ মিথু’। ছবিতে তাপসীর পাশাপাশি ঝুলনের ভূমিকায় থাকছেন মুমতাজ সরকার। যে ঝুলনকে নিয়েই বলিউড দেখবে আস্ত আর একটা ছবি। ‘চাকদহ এক্সপ্রেস’। তাতে ঝুলন হয়ে পর্দায় আসছেন অনুষ্কা। কোন ঝুলন চোখ টানেন বেশি, সে দিকেও কিন্তু নজর থাকবে দর্শকের।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement