Swastika Mukherjee

ফের স্বস্তিকার চরিত্রহনন সোশ্যাল মিডিয়ায়, মোক্ষম জবাব দিলেন অভিনেত্রী

ভিডিয়োর কমেন্ট বক্সে প্রথম কমেন্টটিই শ্লীলতার মাত্রা ছাড়ানো। ‘শুনবে ও শোবে’। কমেন্টটি করেন এক মহিলা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২০ ২৩:৫৪
Share:

স্বস্তিকা মুখোপাধ্যায়

নেটদুনিয়ায় ফের অশালীন মন্তব্যের মুখোমুখি হলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। অবশ্য এই অশালীনতার জবাব দিতে ছাড়েননি অভিনেত্রী। সদ্য মুক্তি পাওয়া ‘চরিত্রহীন’ সিজন ৩ নিয়ে কথা বলছিলেন একটি ভিডিয়োয়। ঘটনার সূত্রপাত সেখান থেকেই।

Advertisement

ওয়েবসিরিজের প্রসঙ্গে মানসিক অবসাদের কথা বলছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। ভিডিয়োটি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেন তিনি। ক্যাপশনে লিখলেন, ‘সবার দরকার এমন একজনকে যে মনের কথা শুনবে।’

ভিডিয়োর কমেন্ট বক্সে প্রথম কমেন্টটিই শ্লীলতার মাত্রা ছাড়ানো। ‘শুনবে ও শোবে’। কমেন্টটি করেন এক মহিলা। তিনি যে যৌনতার সঙ্গে অশ্লীলতাকে গুলিয়ে ফেললেন, সে কথাই ভালমতো বুঝিয়ে দিলেন স্বস্তিকা।

Advertisement

A post shared by Swastika Mukherjee (@swastikamukherjee13)

স্বস্তিকা মুখোপাধ্যায় জানালেন, যৌনতা নিয়ে নাক সিঁটকানোর কী আছে? এটা তো স্বাভাবিক বিষয়! এর উত্তরে স্বস্তিকার শিক্ষা নিয়ে প্রশ্ন তুললেন নেটাগরিক। বললেন, ‘সবাই শুধু গালভরা প্রশংসা করবে না। সমালোচনা করলেই দোষ? নিজেকে কী ভাবেন? মেরিল স্ট্রিপ?’প্রশ্নটির সহজ উত্তর দিলেন অভিনেত্রী। সঙ্গে যুক্তি দিয়ে সমালোচনা ও ব্যক্তিগত বিষয়ে মন্তব্য করার মধ্যে পার্থক্যটিও বোঝালেন। ‘আমি নিজেকে স্বস্তিকা মুখোপাধ্যায় ভাবি। আপনি তো আমার অভিনয় নিয়ে সমালোচনা করেননি। আপনি বললেন কথা বলা আর শোওয়া নিয়ে।’ স্বস্তিকা জানালেন, তাঁর বাবা-মা তাঁকে শিখিয়েছেন, অন্যের প্রোফাইলে গিয়ে ব্যক্তিগত বিষয়ে মন্তব্য করা উচিত নয়। তাই তিনি এই শিক্ষা নিয়েই খুশি।

আরও পড়ুন: আচমকা রাস্তার ধারে খাবারের স্টলে পৌঁছে গেলেন সোনু সুদ!

শেষে চরিত্রহীন সিরিজ নিয়ে তাঁর স্পষ্ট বক্তব্য, পয়সা দিয়ে দেখতে হয়। যদি সিরিজটিকে অশ্লীল বলে মনে হয়, তাহলে পয়সা খরচ করে দেখার দরকার নেই। ‘একদম পয়সা নষ্ট করবেন না। এমনিই কোভিডের বাজার।’তাঁর ব্যাঙ্গাত্মক উত্তরের কোনও জবাব আসেনি আর। তবে অন্য নেটাগরিকরা তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন। ট্রোলের যোগ্য জবাব দিতে তাঁরা পিছপা হননি।

আরও পড়ুন: বাংলাদেশের পাশে দেব, জঙ্গি সংগঠন ভাঙতে তিনিই ‘কমান্ডো’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement