মধুমিতা এবং স্বস্তিকা পর্দায় একসঙ্গে
বসে নেই স্বস্তিকা দত্ত। জি বাংলার ‘কী করে বলব তোমায়’ ধারাবাহিক শেষ হওয়ার পরে জানিয়েছিলেন, কিছু দিনের জন্য বিশ্রাম নেবেন তিনি। কিন্তু বাস্তবে মোটেই তা হয়নি। প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত ‘আনন্দ আশ্রম’ দিয়ে তাঁর ওয়েব দুনিয়ায় হাতেখড়ি। যদিও কিংবদন্তি অভিনেতার সঙ্গে অভিনয়ের সুযোগ তিনি পাননি। এ বার হইচই প্ল্যাটফর্মে জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘উত্তরণ’ ওয়েব সিরিজে অভিনয় করছেন স্বস্তিকা। সেই প্রসঙ্গেই আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন, ‘‘হইচই-এ এটাই আমার প্রথম ওয়েব সিরিজ। এসভিএফের দৌলতে স্কুলের এক ক্লাস উঁচুতে পড়া দিদির সঙ্গে অভিনয়ের সুযোগ পেলাম। সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন মধুমিতা সরকার। ও আর আমি এক স্কুলে পড়তাম। মধুমিতাদি এক ক্লাস উঁচুতে পড়ত।’’
সিরিজে মধুমিতা সরকার ছাড়াও থাকছেন রাজদীপ গুপ্ত। তিনিই পর্দায় মধুমিতার স্বামী। স্বস্তিকা কোন চরিত্রে অভিনয় করছেন? অভিনেত্রীর কথায়, ‘‘আমি তনয়া। সবজান্তা, অতি-আত্মবিশ্বাসী মেয়ে। আমার বিপরীতে শাওন অভিনয় করছেন। প্রথম দিন দেখা হওয়ার পরেই মধুমিতাদি প্রচুর পরামর্শ দিয়েছে। এখানেও শুধুই লিপ বাম আর সানস্ক্রিন লোশন মেখে অভিনয় করছি।’’
কোথায় ঘুরতে যাবেন শোভন-স্বস্তিকা
আপাতত, পুজো শ্যুট, অভিনয় নিয়ে দম ফেলার ফুরসত পাচ্ছেন না স্বস্তিকা। অন্য দিকে, বেজায় ব্যস্ত কাছের মানুষ শোভন গঙ্গোপাধ্যায়ও। একটু কি মিস করছেন তাঁর সঙ্গ? সরাসরি কোনও জবাব দেননি অভিনেত্রী। তবে অভিমান স্পষ্ট তাঁর কথায়, ‘‘শোভন এখন চূড়ান্ত ব্যস্ত কুমার শানু আর সোনু নিগমকে নিয়ে। কোনও দিকে তাকানোর সময় নেই।’’ সেই ফাঁক ভরাতেই পুজোর পরে জুটিতে বাইরে বেড়াতে যাচ্ছেন। পাহাড় না সমুদ্র? ‘‘এখনও কিচ্ছু ঠিক হয়নি। শেষ মুহূর্তে কোনও একটা জায়গা ঠিক করে বেড়িয়ে পড়ব’’, মত স্বস্তিকার।