Swara Bhasker

‘২০১০-এ আমার বয়স ছিল পনেরো’, স্বরার মন্তব্যে নেটদুনিয়ায় হাসির রোল

উইকিপিডিয়া বলছে, স্বরা ভাস্করের বর্তমান বয়স ৩১। অথচ স্বরার দাবি ২০১০ সালে তাঁর বয়স ছিল পনেরো।  বয়স কমাচ্ছেন তিনি?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২০ ১৭:২৮
Share:

স্বরা ভাস্কর।

উইকিপিডিয়া বলছে, স্বরা ভাস্করের বর্তমান বয়স ৩১। অথচ স্বরার দাবি ২০১০ সালে তাঁর বয়স ছিল পনেরো। বয়স কমাচ্ছেন তিনি?

Advertisement

সম্প্রতি এক আলোচনাসভায় এক সাংবাদিকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন অভিনেত্রী। “১৫ বছর ধরে বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে সরব হয়েছেন আপনি। কিন্তু ২০১০-সালে যখন জাতীয় জনসংখ্যাপঞ্জির জন্য তথ্য সংগ্রহ করা হয়, তখন কেন চুপ ছিলেন?” স্বরাকে প্রশ্ন ছুড়ে দেন সেই সাংবাদিক। জবাবে স্বরা বলেন, “পনেরো বছর ধরে আমি কোনও অ্যাক্টিভিজমের সঙ্গে যুক্ত ছিলাম না। ২০১০ সালে আমার বয়স ছিল মাত্র পনেরো বছর।

এর পরেই হাসির রোল ওঠে সোশ্যাল মিডিয়ায়। ব্যঙ্গ করে তাঁকে ‘গণিতবিদ’ বলে উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় ছেয়ে যায় মিম, ট্রোল। #ম্যাথেমেটিশিয়ানস্বরা এখন ট্রেন্ডিং। শুধু তাই নয়, গুগলে নাকি ‘বেস্ট ম্যাথেমেটিশিয়ান’ বলে সার্চ করলে দেখাচ্ছে স্বরার নাম, স্ক্রিনশট নিয়ে দাবি করেছেন এক ব্যক্তি।

Advertisement

আরও পড়ুন-‘হনিমুনে সব ছড়িয়ে রাখব আর প্রীতি এসে তুলবে’, বলছেন ‘দেবী চৌধুরানী’র ব্রজেশ্বর

দেখুন স্ক্রিনশট

আর এক জনের তির্যক মন্তব্য, “মনে হয় স্বরা তাঁর মানসিক বয়সের কথা বোঝাতে চেয়েছেন। যত দিন যাচ্ছে ওঁর মানসিক বয়স তো কমেই যাচ্ছে। ২০১০-এ ছিলেন পনেরো। কী জানি, হয়তো ২০২০-তে সেটা হয়ে যাবে আট অথবা নয়।” যদিও গোটা ঘটনায় এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি স্বরা।

আরও পড়ুন-কর্ণের পরিচালনায় বড় পর্দায় ‘দাদা’-র বায়োপিক?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement