Swara Bhasker

ভিন্‌ ধর্মে বিয়ে করেই সাজ-পোশাক বদলে গিয়েছে! বিতর্কে ঘি ঢেলে কী বললেন স্বরা?

দেখা যায় পরনে সালোয়ার কামিজ মাথায় ওড়না স্বরার। তাঁর এই পোশাক দেখেই শুরু হয় বিতর্ক। কেউ কেউ আবার ভণ্ড বলেছেন স্বরাকে। এ বার স্বামীর প্রসঙ্গ টেনে কড়া জবাব দিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ১৫:৫৩
Share:

স্বামী ফাহাদের প্রসঙ্গে টেনে কী বললেন স্বরা? ছবি: সংগৃহীত।

মহারাষ্ট্রের ভোট নিয়ে বেশ কয়েকদিন ধরেই ব্যস্ত স্বরা ভাস্কর। সে রাজ্যের বিধানসভা নির্বাচনে মহাবিকাশ আগাড়ির প্রার্থী হয়েছেন ফাওয়াদ আহমেদ। প্রথম থেকে স্বামীর সঙ্গে কাঁধে কাঁধে মিলিয়ে প্রচারের কাজ করেছেন স্বরা। সেই সময় ফাওয়াদ ও স্বরা দেখা করতে যান মৌলানা সজ্জাদ নোমানির সঙ্গে। এই সাক্ষাৎকারের ছবি ভাইরাল হয় নেটপাড়ায়। স্বরাকে দেখা যায় সালোয়ার কামিজে। তাঁর মাথা ঢাকা ছিল ওড়নায়। এই পোশাক দেখেই শুরু হয় বিতর্ক। বলা হয়, স্বপ্রতিভ স্বরা বিয়ের পর একেবারে বদলে গিয়েছেন। কেউ কেউ আবার ভণ্ড বলেছেন স্বরাকে। এ বার স্বামীর প্রসঙ্গ টেনে জবাব দিলেন অভিনেত্রী।

Advertisement

যে মৌলানার সঙ্গে ছবি তুলেছেন স্বরা, অভিযোগ তিনি নাকি নারী শিক্ষার বিরোধী। এ দিকে নিজেকে বরাবর নারীবাদী বলেই দাবি করে এসেছেন স্বরা। তাই নেটাগরিকের প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে স্বরাকে। এ বার তিনি বললেন, “আমি বুঝতে পারি না, বিয়ের পরে আমার পোশাক কী ভাবে জাতীয় বিতর্কের বিষয় হয়ে উঠল!” অভিনেত্রী নিজের পোস্টে বিয়ের আগে-পরে এবং মা হওয়ার পরবর্তী সময়কার বেশ কিছু ছবি দিয়ে লেখেন, “নিন এখানে আমার বিয়ের পরের আরও কিছু ছবি রয়েছে। আমি নিজেই আপনাদের খাবারের জোগান দিচ্ছি। আমি দুঃখিত ফাওয়াদ জিরার আহমেদ, একজন রক্ষণশীল মুসলিম স্বামীর মতো বাঁধাধরা বিষয়গুলির সঙ্গে খাপ খায় না।” সঙ্গে একটি হাসির ইমোজি দিয়েছেন অভিনেত্রী।

স্বরার পোস্টে ফের শুরু হয়েছে মন্তব্যের বন্যা। নেটাগরিকের একটা বড় অংশ তাঁর সমালোচনা করেছেন ফের। তবে অনেকেই আবার স্বরাকে এমন সময় শক্ত থাকার উপদেশ দিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement