India vs England

জয়ী একাদশে বদল করতে পারেন গম্ভীর, চেন্নাইয়ের ২২ গজে কাকে খেলাতে চাইছে ভারতীয় শিবির?

আন্তর্জাতিক ক্রিকেটে মহম্মদ শামির প্রত্যাবর্তন আরও পিছোতে পারে। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতের প্রথম একাদশে একটি পরিবর্তন হতে পারে। তবু চেন্নাইয়েও শামির খেলার সম্ভাবনা কম।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫ ০৯:৩৬
Share:

(বাঁ দিকে) সূর্যকুমার যাদব এবং গৌতম গম্ভীর (ডান দিকে)। —ফাইল চিত্র।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয়ের পর আত্মবিশ্বাসী ভারতীয় শিবির। শনিবার চেন্নাইয়ে ২২ গজে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দু’দল। এই ম্যাচ জিতে সিরিজ়ে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে ভারতীয় দল। জয়ী একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম। পরিবর্তন হলেও মহম্মদ শামিকে এই ম্যাচেও বিশ্রামে রাখা হতে পারে। ফলে আরও পিছিয়ে যেতে পারে মহম্মদ শামির আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন।

Advertisement

চেন্নাইয়ের ২২ গজ সাধারণত স্পিনারদের সাহায্য করে। স্পিনের বিরুদ্ধে ইংল্যান্ডের ব্যাটারদের দুর্বলতা অজানা নয়। আগের ম্যাচে ভারতীয় দলে তিন জন জোরে বোলার এবং তিন জন স্পিনার ছিলেন। দ্বিতীয় ম্যাচে জোরে বোলারের সংখ্যা কমিয়ে এক জন স্পিনার বাড়াতে পারেন গৌতম গম্ভীর। তবে ব্যাটিং শক্তি নিয়ে কোনও রকম সমঝোতার পথে হাঁটবে না ভারতীয় শিবির। এক জন পেসার-অলরাউন্ডারের পরিবর্তে এক জন স্পিনার অলরাউন্ডারকে খেলানো হতে পারে চেন্নাইয়ে। তাতে ছ’জন বোলার যেমন দলে থাকবে, তেমনই ব্যাটিং শক্তিও কমবে না। তাই চেন্নাইয়ে নীতীশ কুমার রেড্ডির পরিবর্তে ওয়াশিংটন সুন্দরকে দেখা যেতে পারে।

আগের ম্যাচের ব্যাটিং অর্ডারের তেমন পরিবর্তন হবে না। প্রথম ছ’টি জায়গা অপরিবর্তিতই থাকবে। ওপেন করবেন সঞ্জু স্যামসন এবং অভিশেক শর্মা। তিন নম্বরে অধিনায়ক সূর্যকুমার যাদব এবং চার নম্বরে নামবেন তিলক বর্মা। ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে হার্দিক পাণ্ড্য। ছয় নম্বরে থাকবেন ফিনিশার রিঙ্ক সিংহ। নীতীশ না খেললে ব্যাটিং অর্ডারের সাত নম্বরে উঠে আসবেন অক্ষর পটেল। তাঁর আট নম্বরে নামবেন ওয়াশিংটন সুন্দর। স্পিন আক্রমণের শক্তি এবং বৈচিত্র বাড়াতে নীতীশের জায়গায় প্রথম একাদশে আসতে পারেন ওয়াশিংটন। ব্যাটিং অর্ডারের শেষ তিনটি জায়গায় পরিবর্তনের সম্ভাবনা প্রায় নেই। নয় থেকে ১১ নম্বরে ব্যাট করতে আসবেন রবি বিশ্নোই, অর্শদীপ সিংহ এবং বরুণ চক্রবর্তী। সব মিলিয়ে এই ম্যাচেও খেলার সম্ভাবনা কম বাংলার শামির।

Advertisement

ভারতের সম্ভাব্য একাদশ: সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পাণ্ড্য, রিঙ্কু সিংহ, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিশ্নোই, অর্শদীপ সিংহ, বরুণ চক্রবর্তী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement