Aishwarya Rai Bachchan-Abhishek Bachchan

শৈশব কাটিয়ে কিশোরী আরাধ্যা, জন্মদিনে শুভেচ্ছা মা ঐশ্বর্যার, চুপ কেন বাবা অভিষেক?

মেয়ে আরাধ্যাই বেঁচে থাকার রসদ ঐশ্বর্যার। জন্মদিনে মেয়ের একগুচ্ছ ছবি দিলেন তিনি। তবে দেখা মিলল না বচ্চন পরিবারের কারও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ১৩:০১
Share:

আরাধ্যার পাশে মা ঐশ্বর্যা, কিন্তু কেন গরহাজির বাবা অভিষেক? ছবি: সংগৃহীত।

বচ্চন পরিবারের অন্দরের সমীকরণ নিয়ে নিত্যনতুন তথ্য ঘোরাফেরা করছে নেটপাড়ায়। যার মধ্যে সবচেয়ে চর্চিত বিষয় অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চনের দাম্পত্য জীবন। কখনও শোনা গিয়েছে ঐশ্বর্যা বাড়ি ছেড়েছেন, আবার কখনও শোনা গিয়েছে অভিষেক-ঐশ্বর্যার মাঝে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটেছে। যদিও তাঁদের চলতে থাকা গুঞ্জন নিয়ে মুখে একেবারে কুলুপ এঁটেছেন দুই পক্ষ। এর মাঝেই অবশ্য শৈশব কাটিয়ে কৈশোরে প্রবেশ করল অভিষেক-ঐশ্বর্যার একমাত্র মেয়ে আরাধ্যা বচ্চন। পা দিল ১৩ বছরে। মেয়ের জন্মদিন উদ্‌যাপন করলেন ঐশ্বর্যা। দেখা গেল না বচ্চন পরিবারের কাউকে। বাবা অভিষেক বা ঠাকুরদা অমিতাভ, কেউ সমাজমাধ্যমে একটিও বাক্যব্যয় করেননি আরাধ্যার জন্য।

Advertisement

১৬ নভেম্বর ছিল আরাধ্যার জন্মদিন। সে দিন মেয়েকে নিয়ে কিছু না লিখলেও ২০ নভেম্বর রাতে আরাধ্যার জন্মদিন পালনের ছবি ভাগ করে জন্মদিনের শুভেচ্ছা জানান ঐশ্বর্যা। এই শুভেচ্ছাবার্তায় অভিনেত্রী রাখলেন তাঁর বাবা কৃষ্ণরাজ রাইকেও। ঐশ্বর্য লিখলেন, “আমার চিরকালীন ভালেবাসার মানুষকে শুভ জন্মদিন। এক জন আমার বাবা ও আর এক জন আমার মেয়ে আরাধ্যা। তোমরা দু’জনেই আমার আত্মা, আমার বেঁচে থাকার রসদ। এ বার তুমি সত্যিই কিশোরী হয়ে উঠলে।” আরাধ্যার জন্মের পর থেকে বিভিন্ন সময়ের ছবি ভাগ করে নিয়েছেন ঐশ্বর্যা।

কিন্তু প্রশ্ন উঠছে, সমাজমাধ্যমে সক্রিয় থেকেও বচ্চন পরিবারের সদস্যরা কেন নাতনির বিষয়ে কোনও মন্তব্য করলেন না। হতে পারে তাঁরা ব্যক্তিগত ভাবে শুভেচ্ছা জানিয়েছেন আরাধ্যাকে। কিন্তু, ঠাকুরদা অমিতাভ দিনের বিভিন্ন সময়ে সক্রিয় থাকেন সমাজমাধ্যমে। নানা রকম পোস্ট করে থাকেন। নাতনিকে নিয়ে অবশ্য কিছুই লেখেননি। বাবা অভিষেকও লেখেননি একটি শব্দ। ঐশ্বর্যার করা পোস্টে কোনও প্রতিক্রিয়া পর্যন্ত দেননি তিনি। তবে ঐশ্বর্যাও মেয়ের যে সব ছবি ভাগ করে নিয়েছেন তাতে দেখা যায়নি অভিষেককে।

Advertisement

তবে কি সত্যি বচ্চন পরিবারে অশান্তি তুঙ্গে!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement