ধরা পড়া সন্দেহভাজনই কি সইফের বাড়ির সেই হামলাকারী! ছবি: সংগৃহীত।
বৃহস্পতিবার রাতে সইফ আলি খানের বাড়িতে হামলা। ছুরি দিয়ে কোপানো হয় অভিনেতার হাত, আঘাত লাগে কাঁধে। তার পর থেকে লাগাতার চলছে চিরুনিতল্লাশি। শুক্রবার ধরা পড়েন এক সন্দেহভাজন। প্রাথমিক অনুমান, তাঁকেই নাকি সইফের বাড়ির সিসিটিভিতে দেখা গিয়েছে। বান্দ্রা রেলওয়ে স্টেশনে তল্লাশির সময়েই তাঁর খোঁজ পায় পুলিশ। ওই সন্দেহভাজন ইতস্তত সেখানে ঘুরছিলেন বলে জানা গিয়েছিল। তাঁর সন্দেহজনক গতিবিধি নজরে আসে পুলিশের। এর পরেই আটক করা হয় ওই ব্যক্তিকে। তবে সেই তথ্যে এল নয়া মোড়। সন্দেহভাজন যে ব্যক্তিকে বান্দ্রা স্টেশন থেকে আটক করা হয়েছে, তিনি সইফের বাড়ির হামালাকারী নয়। এ কথা স্পষ্ট করল পুলিশ।
পুলিশের ওই ব্যক্তিকে আটক করার কিছু ঝলক ইতিমধ্যেই ভাইরাল। সেখানে দেখা গিয়েছে, আটক ব্যক্তিকে বান্দ্রা থানায় নিয়ে আসা হয়েছে। প্রশাসনের আরও অনুমান, পটৌদীর বাড়ি থেকে বেরিয়ে সন্দেহভাজন সম্ভবত পোশাক বদলে নেন। পুলিশ ইতিমধ্যেই ২০টি দল গঠন করে ঘটনার তদন্তে নেমেছে, প্রযুক্তিগত তথ্য সংগ্রহ করছে। পাশাপাশি, তথ্যদাতাদের দেওয়া তথ্য অনুসরণ করে বাকি অভিযুক্তদের খুঁজে বার করার চেষ্টা চালাচ্ছে। অনেকেই ভেবেছিলেন, মুল অভিযুক্ত ধরা পড়েছেন পুলিশের জালে। কিন্তু না, সইফের বাড়িতে হামলা চালানো ওই দুষ্কৃতী এখনও অধরা।