Sushmita Sen

প্রেমিক রহমানের মিউজিক ভিডিয়ো দেখে আপ্লুত সুস্মিতা সেন

সুস্মিতার দুই কন্যার অনুমতি ছাড়া রোমান্টিক দৃশ্যে অভিনয় করা মানা রহমানের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২০ ১৬:২৭
Share:

এরিকা জেনিফার ফার্নান্ডেজ ও রহমান শল (বাঁদিকে); সুস্মিতা সেন ও রহমান শল (ডানদিকে)

প্রেমিকের প্রথম মিউজিক ভিডিয়ো দেখে আপ্লুত সুস্মিতা সেন। ভিডিয়োর একটি টিজার ইনস্টাগ্রাম স্টোরিতে আপলোড করলেন অভিনেত্রী। নীচে লিখলেন, ‘সো প্রাউড অব ইউ জান।’ গর্বিত প্রেমিকার প্রতিক্রিয়া যেন ভিডিয়োটির থেকেও বেশি মন কেড়েছে দর্শকের।

Advertisement

সুস্মিতা সেনের প্রেমিক রহমান শল ও ‘কসৌটি জিন্দেগি কে’ খ্যাত এরিকা জেনিফার ফার্নান্ডেজ-এর নতুন মিউজিক ভিডিয়ো ‘মৌলা’ মুক্তি পেল বুধবার। ‘সারেগামা অরিজিনালস’-এর প্রথম ভিডিয়ো। রহমান, এরিকা ও সলমন শেখের প্রেমের ত্রিকোণ প্রেমে মজেছে দর্শক। পাপনের গলায় বিরহও বড্ড সুন্দর। এই মতামত কেবল দর্শকের নয়। ভিডিয়োর নায়ক-নায়িকাও পাপনের গানে মুগ্ধ। রহমান ‌শল জানিয়েছেন, এই মিউজিক ভিডিয়োতে কাজ করার মূল ও প্রাথমিক কার‌ণ ছিল পাপন। এমনকি এই ভিডিয়োর টিজার শেয়ার করে এরিকা লিখেছেন, ‘মন ভেঙে টুকরো হওয়ার শব্দ এত সুন্দর লাগেনি কখনও। মন ছুঁয়ে গেল এই গান।’

আরও পড়ুন: লখনউয়ে ‘সত্য সাঁইবাবা’, প্রকাশ্যে এল অনুপ জালোটার লুক

Advertisement

কিন্তু অভিনেত্রী সুস্মিতা সেনের নজরে কেবল তাঁর ‘জান’ রহমান। মঙ্গলবার রহমান টিজারটি শেয়ার করতেই সুস্মিতা প্রেম না দেখিয়ে থাকতে পারলেন না। লিখলেন, ‘ওএমজি! লুক অ্যাট ইউ বাবুস! সো প্রাউড অব ইউ!’ তবে তার পরের লাইনে গানের প্রশংসাও করলেন তিনি।

তবে নজরকাড়া বিষয় ছিল রহমানের ক্যাপশনটি। সহ-অভিনেতাও অভিনেত্রীকে ধন্যবাদ তো দিলেনই। তার সঙ্গে গায়ক পাপনের প্রশংসা, বাবা-মার প্রতি শ্রদ্ধা এবং সুস্মিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ—কী না লিখলেন তিনি। কিন্তু শেষে সুস্মিতা সেনের দুই কন্যার উদ্দেশে জানালেন, ‘রোমান্টিক গানে অভিনয় করার অনুমতি দেওয়ার জন্য ধন্যবাদ জানাই আমার দুই শয়তান আলিসা ও রেনেকে।’

A post shared by ERICA JENNIFER FERNANDES (@iam_ejf)

A post shared by rohman shawl (@rohmanshawl)

সুস্মিতার থেকে ১৬ বছরের ছোট রহমান। তাঁদের কেমিস্ট্রি দেখে বহু দিন ধরেই মু্গ্ধ নেটাগরিক। তার উপর রহমানকে রেনে ও আলিসার বাবা হিসেবে বেশ পছন্দ করে নেট দুনিয়া। সুস্মিতার ইনস্টা প্রোফাইল ঘুরে এলেই তা স্পষ্ট।

আরও পড়ুন: তৃতীয় লিঙ্গদের পর্দাতে আনলেই নাকি চ্যানেল ঘুরিয়ে দিচ্ছে দর্শক, বন্ধ হল ফিরকি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement