Sushant Singh Rajput

দুষ্কৃতীদের গুলিতে জখম সুশান্ত সিংহ রাজপুতের তুতো ভাই

দিনদুপুরে বিহারের রাস্তায় দু্ষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন সুশান্তের তুতো ভাই রাজকুমার সিংহ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২১ ১৯:৩৩
Share:

সুশান্তের সিংহ রাজপুত ফাইল চিত্র

প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের পরিবারে যেন অশান্তি লেগেই রয়েছে। সুশান্তের মৃত্যুশোক কাটিয়ে উঠতে পারেনি তাঁর পরিবার, তারই মধ্যে অন্য এক দুর্ঘটনার সম্মুখীন হতে হল তাঁদের। দিনদুপুরে বিহারের রাস্তায় দু্ষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন সুশান্তের তুতো ভাই রাজকুমার সিংহ।

Advertisement

সূত্রের খবর, রাজকুমার তাঁর এক বন্ধু আলি হাসানের সঙ্গে বাইকে চেপে যাচ্ছিলেন। আচমকা একটি বাইক পিছন থেকে এসে তাঁদের ওভারটেক করে যায়। তাতে তিন জন আরোহী ছিলেন। তাঁরা পর পর গুলি চালাতে থাকেন রাজকুমার ও আলির দিকে তাক করে। গুলি লাগে রাজকুমারের পায়ে। পেটে গুলি খেয়ে গুরুতর ভাবে জখম হয়েছেন আলি।

ঘটনাটি ঘটঞ্ছে বিহারের সাহারসা এলাকায়। সেখানে রাজকুমারের বাইকের শো-রুম আছে বলে জানা গিয়েছে। আপাতত দু’জনকেই ভর্তি করা হয়েছে হাসপাতালে। রাজকুমার স্থিতিশীল আছেন বলেই জানা গিয়েছে। হাসপাতালে পৌঁছে যায় বিহার পুলিশ। রাজকুমারের কাছ থেকে বয়ান রেকর্ড করা হয়েছে। তদন্ত শুরু করে দিয়েছে রাজ্য পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement