সুশান্ত সিং রাজপুতকে নিয়ে তামাসা করে সমালোচিত কৌতুকশিল্পী ড্যানিয়েল।
ঠাট্টার খেসারত দিতে হল কৌতুকশিল্পী ড্যানিয়েল ফার্নান্ডেজকে। সুশান্ত সিং রাজপুতকে নিয়ে, তাঁর মৃত্যু নিয়ে তামাসা করে সুশান্ত-অনুরাগীদের আক্রমণের মুখে পড়লেন তিনি। শেষে ক্ষমা চেয়ে তবে নিরবিচ্ছিন্ন ট্রোলিংয়ের হাত থেকে নিস্তার পেলেন তিনি।
নিজের সমাজ মাধ্যমের পাতায় সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে তামাসা করেছিলেন এই স্ট্যান্ড আপ কমেডিয়ান। দর্শকদের মনোরঞ্জনের জন্য যেমন কয়েক মিনিটের কৌতুক ভিডিয়ো আপলোড করা হয়, ঠিক তেমনই একটি ভিডিয়োয় ড্যানিয়েল টেনে আনেন সুশান্তের মৃত্যুর প্রসঙ্গ। তবে শুধু সেখানেই থেমে থাকেননি। ভিডিয়োয় অভিযুক্ত রিয়া চক্রবর্তী বেকসুর খালাস পেয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। আর এতেই রেগে আগুন সুশান্ত-ভক্তরা।
গত ১১ জানুয়ারি আপলোড করা হয় ওই ভিডিয়ো। তাতে স্পষ্টই রিয়ার প্রতি ড্যানিয়েলের সহানুভূতির মনোভাব খুঁজে পেয়েছেন সুশান্ত অনুরাগীরা। তারপরই সমাজমাধ্যমে কৌতুকশিল্পীকে লক্ষ্য করে একের পর এক আক্রমণ শুরু হয়।
টুইটারে এক সুশান্ত অনুরাগী লেখেন, ‘ট্র্যাজেডি নিয়ে তামাসা করলে, সেটা কৌতুকশিল্পী হিসেবে অপরাধ করা। সুশান্তের মৃত্যু নিয়ে ঠাট্টা করার জন্য অবিলম্বে সবাই এই ভিডিয়োটিকে ডিসলাইক করুন আর রিপোর্ট করুন’। এরপর ব্যাপারটা সুশান্ত অনুরাগীদের মধ্যে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। শেষমেশ সমাজ মাধ্যমে বিস্তারিতভাবে ক্ষমা চেয়ে নিস্তার পান তিনি।
A post shared by Daniel Fernandes (@absolutelydanny)
ক্ষমাপ্রার্থনা করে একটি দীর্ঘ নোট সমাজমাধ্যমেই প্রকাশ করেন শিল্পী। তাতে জানিয়েছেন, কৌতুকশিল্পী হিসেবে, দর্শককে মজা দেওয়া বা হাসানোই তাঁর একমাত্র উদ্দেশ্য। তিনি লিখেছেন, ‘আমার তথ্যে কিছু ভুল ছিল। তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। আমি জানতাম, রিয়া চক্রবর্তী জামিনে মুক্তি পেয়েছেন, তারপরও কোনও অদ্ভুত কারণে তাঁকে বেকসুর খালাস করা হয়েছে বলে মন্তব্য করি আমি। যা সম্পূর্ণ ভুল। আমার এই ভুলের জন্য আমি ক্ষমাপ্রার্থী। যদিও সুশান্ত সম্পর্কে ওই ভিডিয়োতে আর যা যা বলেছি আমি, তা নিয়ে কোনও আক্ষেপ নেই’।
আরও পড়ুন : তিন বন্ধুর আদরে খাওয়া ভুলছেন জ্যাকলিন!
আরও পড়ুন : ভানুর জন্মশতবার্ষিকী পালন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, উপহার তথ্যচিত্র