Entertainment News

‘মহাকাশচারী’ হতে এ বার নাসায় যাচ্ছেন সুশান্ত সিংহ রাজপুত

সুশান্ত সিংহ রাজপুত এ বার মহাকাশচারী হবেন। আর সেই কারণেই নাসায় পাড়ি জমাতে চলেছেন তিনি। তা হলে কি বি-টাউনকে বিদায় জানিয়ে ছেড়ে দিচ্ছেন অভিনয়? চমকে উঠলেন তো? নাহ! এগুলোর কোনওটাই নয়। আসলে অভিনয়ের খাতিরেই এ বার নাসা-যাত্রা সুশান্তের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৭ ১১:২৮
Share:

সুশান্ত সিংহ রাজপুত এ বার মহাকাশচারী হবেন। আর সেই কারণেই নাসায় পাড়ি জমাতে চলেছেন তিনি। তা হলে কি বি-টাউনকে বিদায় জানিয়ে ছেড়ে দিচ্ছেন অভিনয়? চমকে উঠলেন তো? নাহ! এগুলোর কোনওটাই নয়। আসলে অভিনয়ের খাতিরেই এ বার নাসা-যাত্রা সুশান্তের। কিন্তু কোন ছবির খাতিরে এ বার ক্রিকেটার ইমেজকে গুড বাই জানিয়ে মহাকাশচারী হতে চলেছেন সুশান্ত? একটু ধৈর্য্য ধরলেই পাওয়া যাবে উত্তর।

Advertisement

তাঁর পরবর্তী ছবি ‘চাঁদমামা ডোর কে’-র জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন সুশান্ত। এই ছবিতেই তাঁকে দেখা যাবে মহাকাশচারীর ভূমিকায়। আর সেই চরিত্র নিখুঁতভাবে পর্দায় ফুটিয়ে তুলতে যাতে কোনও সমস্যা নয় সেই জন্যই সোজা নাসায় উড়ে গিয়েছেন সুশান্ত। সেখানে গিয়ে রীতিমতো ট্রেনিংও নিচ্ছেন তিনি!

আরও পড়ুন, কেন শুক্রবারই মুক্তি পায় বেশির ভাগ সিনেমা?

Advertisement

তবে এখানেই শেষ নয়। ‘চাঁদমামা ডোর কে’র পরে আরও একটি বায়োপিক ছবিতে দেখা যাবে সুশান্তকে। আর সেই ছবিতে মুরলীকান্ত পেটকরের ভূমিকায় অভিনয় করবেন তিনি। ১৯৭২ সালের প্যারালিম্পিকে ফ্রিস্টাইল সাঁতারে সোনা জিতেছিলেন মুরলীকান্ত। বহু দিন ভারতীয় সেনা বাহিনীতে ছিলেন। ১৯৬৫র ভারতপাক যুদ্ধে গুরুতর আহত হয়েছিলেন মুরলীকান্ত। !! ✈️🇮🇳

!! ✈️🇮🇳

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement