রণবীর ইলাহাবাদিয়া। ছবি: সংগৃহীত।
যাবতীয় বিতর্ক ভুলে সম্প্রতি আবার নিজের পডকাস্ট শুরু করেছেন ইউটিউবার রণবীর ইলাহাবাদিয়া। শ্রোতাদের কাছে ক্ষমাও চেয়েছেন। কিন্তু দেশের শীর্ষ আদালতে স্বস্তি পাচ্ছেন না চর্চিত ইউটিউবার।
‘ইন্ডিয়াজ় গট ল্যাটেন্ট’ অনুষ্ঠানে বাবা-মায়ের সঙ্গম প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করে বিপাকে জড়িয়েছিলেন রণবীর এবং সময় রায়না। তার পর থেকে দেশের একাধিক রাজ্যে তাঁদের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। চলছে পুলিশি তদন্ত। এমতাবস্থায় সুপ্রিম কোর্টের কাছে নিজের পাসপোর্ট ফেরত চেয়ে সম্প্রতি আবেদন করেন রণবীর। কিন্তু মঙ্গলবার দেশের শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, এখনই রণবীরের পাসপোর্ট ফেরত দেওয়া যাবে না। যত দিন না পর্যন্ত তদন্ত শেষ হচ্ছে, তত দিন রণবীর তাঁর পাসপোর্ট ফেরত পাবেন না। সলিসিটর জেনারেল তুষার মেহতার অনুমান, আগামী দু’সপ্তাহের মধ্যে এই ঘটনার তদন্ত শেষ হতে পারে।
অতীতে শীর্ষ আদালত রণবীরের মন্তব্যের সমালোচনা করে বলেছিল, ‘‘তাঁর মনের মধ্যে কিছু নোংরা চিন্তাভাবনা ছিল, যা ওই শোয়ের মাধ্যমে প্রকাশ্যে চলে আসে।’’ রণবীর ও আদালতকে জানিয়েছেন, ভবিষ্যতে তিনি তাঁর শোয়ে কোনও মন্তব্য করার আগে সচেতন থাকবেন। তবে আদালত রণবীরের অন্তবর্তিকালীন জামিনের মেয়াদ বৃদ্ধি করেছে। ফেব্রুয়ারি মাসেই ইউটিউবারের অন্তবর্তিকালীন জামিন মঞ্জুর করে আদালত। তবে তাঁকে পাসপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়।
গত ৩ মার্চ শীর্ষ আদালতের নির্দেশ অনুসারে রণবীর সম্প্রতি তাঁর পডকাস্ট শুরু করেছেন। প্রথম ভিডিয়োয় দর্শকের উদ্দেশে তিনি বলেন, ‘‘আমার শুভানুধ্যায়ীদের ধন্যবাদ। আপনাদের ইতিবাচক বার্তাগুলি আমাকে এবং আমার পরিবারকে সাহায্য করেছে। সময়টা খুবই কঠিন ছিল... আমি প্রকাশ্যে হিংসাত্মক হুমকি পেয়েছি, অনলাইনে এত ঘৃণা দেখেছি, এত কিছুর মধ্যে দিয়ে যেতে হয়েছে, সে সবের মাঝে আপনাদের ভালবাসা অনেক সাহায্য করেছে।’’
এরই সঙ্গে দেশের প্রতি তাঁর কর্তব্যকেও নতুন করে মনে করিয়ে দিয়েছেন রণবীর। ওই ভিডিয়োয় তিনি বলেন, ‘‘আপনারা সবাই আমাকে আপনাদের পরিবারের একজন সদস্য বলে মনে করেন এটাই সবচেয়ে বড় দায়িত্ব। আমি আমার দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে সম্মান করি।’’