বাংলা সিরিয়াল ‘চোখের বালি’-র বিহারী চরিত্রটি জনপ্রিয় হওয়ার পরই ছোটপরদা ছাড়লেন বিহারী ওরফে রেজওয়ান রাব্বানি শেখ, যিনি সানি নামেই পরিচিত। কারণ লক্ষ্য তাঁর একটাই, বড় পরদায় পসার জমানো। ইতিমধ্যে দু’-তিনটি ছবিতে অভিনয় করেছেন তিনি, যার মধ্যে একটি হিন্দি। এবার রাজা চন্দর ‘আমার আপনজন’ ছবিতে তাঁকে ভিলেনের চরিত্রে দেখা যাবে। তবে ‘ভিলেন’ শব্দটায় তাঁর আপত্তি। বললেন, ‘‘ভিলেন শুনতে ভাল লাগে না। ‘অ্যান্টিহিরো’ অনেক বেশি গ্রহণযোগ্য। এই ছবিতেই প্রথম অ্যান্টিহিরোর চরিত্রে অভিনয় করছি। চরিত্রটা ভীষণ বাস্তব। কিন্তু সিরিয়ালই হোক বা সিনেমা, এর আগে কখনও নেগেটিভ চরিত্র করিনি। তাই বেশ চিন্তায় ছিলাম।’’ যদিও তাঁর এই চিন্তা দীর্ঘস্থায়ী হয়নি। কয়েকটা শট দেখার পর পরিচালক সানিকে ডেকে বলেছেন, ‘মনে তো হচ্ছে না প্রথমবার নেগেটিভ চরিত্রে অভিনয় করছ।’ এতে বেজায় খুশি সানি। পয়লা বৈশাখে ছবিটি মুক্তি পাবে। নায়ক সোহমের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন সানি। ছবিতে ভালরকম অ্যাকশনও আছে। ‘‘সোহমদার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বেশ ভাল। এই ছবিতে ফাইট মাস্টার জুডো রামু। তিনি আমার কাজ দেখে খুশি। স্পেশ্যালি বলব, ক্যামেরাম্যান শীর্ষ রায়ের কথা। সিরিয়ালের সময় থেকে তিনি আমার কাজ লক্ষ করছেন। শীর্ষদা বললেন, আমার কাজ ওঁর ভাল লাগে। এই কথাটা সত্যিই আমার কাছে পুরস্কারস্বরূপ,’’ তৃপ্তির হাসি হেসে জানালেন সানি।