Tamannah

Tamannaah Bhatia: নতুন ওয়েব সিরিজে পুলিশের চরিত্রে তমন্না, খলনায়ক সুনীল গ্রোভার

নতুন ওয়েব সিরিজে খলনায়ক হিসেবে দেখা যাবে সুনীল গ্রোভারকে। সিরিজে মুখ্য চরিত্রে তমান্না।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২২ ২১:৫৯
Share:

নতুন সিরিজে তমান্যা-সুনীল

তাঁর হাস্যরসে মোহিত দর্শক। আর অন্যজনের রূপে মুগ্ধ অনুরাগীরা। সুনীল গ্রোভার এবং তমন্না ভাটিয়া। এ বার একটি ওয়েব শো-তে একসঙ্গে দেখা যাবে তাঁদের। প্রীতি সিমোস ও নীতি সিমোস তাঁদের আগামী ওয়েব সিরিজ-এর জন্য তমন্নাকে বলেছেন, একথা সবারই জানা। তাঁদের টিমের নতুন সংযোজন সুনীল গ্রোভার। খলনায়কের চরিত্রে দেখা যাবে তাঁকে।

Advertisement

মুম্বইয়ে কমেডি শোয়ের প্রযোজক হিসেবেই পরিচিতি প্রীতি এবং নীতির। এই নতুন শোয়ের হাত ধরেই ওটিটি-তে পা রাখতে চলেছেন তাঁরা। যা দেখা যাবে ‘ডিজনি হটস্টার’-এ। না, এখনও পর্যন্ত এই নতুন কাজ সম্পর্কে খুব বেশি প্রকাশ্যে আসেনি। তবে ইতিমধ্যেই শ্যুটিং শুরু হয়ে গিয়েছে।

শোনা যাচ্ছে এই হিন্দি ক্রাইম থ্রিলারের শ্যুটিং হবে দিল্লিতে। যে সিরিজে একজন পুলিশের চরিত্রে দেখা যাবে তমন্নাকে। খুব শিগগিরি ঘোষণা করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement