Sudipa Chatterjee

টলমল পায়ে ছোট্ট আদিদেভ, ভিডিয়ো শেয়ার করলেন মা সুদীপা

আদিদেভ চট্টোপাধ্যায়... সুদীপা এবং অগ্নিদেব চট্টোপাধ্যায়ের ছোট ছেলে। তার কেতায়, ক্যারিশমায় মুগ্ধ আট থেকে আশি। সেই খুদেরই একটি ভিডিয়ো শেয়ার করেছেন মা সুদীপা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২০ ১৭:২৩
Share:

মায়ের কোলে আদি। ছবি-সুদীপার ফেসবুক।

খাতায় কলমে তার বয়স এক বছর তিন মাস। কিন্তু এই বয়সেই দুর্গাপুজোয় বড়দের সঙ্গে পাল্লা দিয়ে অঞ্জলি দেওয়া থেকে শুরু করে বেড়াতে যাওয়া— কিছুতেই বিরাম নেই তার।

Advertisement

আদিদেভ চট্টোপাধ্যায়... সুদীপা এবং অগ্নিদেব চট্টোপাধ্যায়ের ছোট ছেলে। তার কেতায়, ক্যারিশমায় মুগ্ধ আট থেকে আশি। সেই খুদেরই একটি ভিডিয়ো শেয়ার করেছেন মা সুদীপা।

স্নান সেরে বেরিয়ে, হলুদ তোয়ালে জড়িয়ে টলমল পায়ে এগিয়ে যাচ্ছে ছোট্ট আদি। ফোকলা দাঁতে গাল ভর্তি হাসি। ঘুরে ঘুরে আবার পোজও দিচ্ছে সে—একেবারে বড়দের মতো।

Advertisement

আরও পড়ুন-প্রিয়ঙ্কার সঙ্গে বয়সের পার্থক্য নিয়ে মুখ খুললেন নিক

দেখুন সেই ভিডিয়ো

আদির সেই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। কেউ লিখেছেন “এভাবেই ছোট্ট পায়ে এগিয়ে যেও সোনা।” আর এক জন লিখেছেন “এত মিষ্টি হাঁটতেও শিখে গিয়েছে এর মধ্যেই।” আর সুদীপা কী বলছেন? তাঁর কথায় “ওর আদর ওর হাসিসবই আমার বড্ড প্রিয়। কিন্তু সবচেয়ে যেটা আনন্দের তা হল ও আমার ছেলে আমার খুশি থাকার রসদ।”

আরও পড়ুন-জলকেলিতে মগ্ন আন্নাকালী-ব্রজেশ্বর, দেখুন ছবি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement