Subhashree Ganguly

‘স্বচ্ছ ভারত নয়’, প্রধানমন্ত্রীর কাছে অন্য দাবি জানালেন বাঙালি অভিনেত্রী শুভশ্রী

১ সেপ্টেম্বর নাগরিক সমাজের ‘মহামিছিল’। এ বার মোদীর কাছে অনুরোধ জানালেন শুভশ্রী। তুললেন ‘স্বচ্ছ ভারত’ অভিযানের প্রসঙ্গ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪৫
Share:

শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

আরজি কর মেডিক্যাল কলেজ হাসাপাতালে নিহত চিকিৎসকের জন্য ন্যায়বিচার চেয়ে পথে নেমেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ১৫ অগস্ট থেকে একের পর প্রতিবাদ মিছিল চলছে শহরে। বাড়িতে বসে থাকেননি তারকারাও। সাধারণ মানুষের সঙ্গে পথে নেমেছেন তাঁরাও। এ ভাবেই যেন সকলের ভাবনা একাকার হয়ে ক্রমশ বৃহৎ আন্দোলনের রূপ নিচ্ছে। সেপ্টেম্বর মাসের প্রথম দিন, নাগরিক সমাজের ‘মহামিছিল’। সেখানে হাঁটবেন খ্যাতনামী সব তারকারা। সকলের একটাই দাবি, ‘বিচার চাই’। বার বার রাষ্ট্রের কাছে জবাব চেয়েছেন সকলে। এ বার মোদীর কাছে অনুরোধ শুভশ্রীর। তুললেন ‘স্বচ্ছ ভারত’ অভিযানের প্রসঙ্গ।

Advertisement

তবে এই প্রথম নয় এর আগে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’-কর্মসূচী প্রসঙ্গ টেনে সমালোচনা করেছেন অভিনেত্রী। কখনও আবার সমাজে মেয়েদের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার বার্তাও দিয়েছেন। দিন কয়েক আগেই শুভশ্রী প্রশ্ন তোলেন “রাতারাতি নোটবন্দি হতে পারে, লকডাউনের ঘোষণা হতে পারে। তা হলে রাতারাতি ধর্ষকের কেন ফাঁসি হতে পারে না?” এ বার শুভশ্রীর মোদীর কাছে অনুরোধ, “স্বচ্ছ ভারতের নয় আমাদের সুরক্ষিত ভারতের প্রয়োজন।” যদিও সম্প্রতি এমনই এক পোস্ট সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই পোস্ট ভাগ করে নিচ্ছেন অনেকে। ১৪ অগস্ট রাত থেকে বিভিন্ন প্রতিবাদী কর্মসূচীতে অংশ নিয়েছেন শুভশ্রী। প্রযোজক-পরিচালক তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীকে নিয়ে পথেও নেমেছিলেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement