Anupam Kher

এখনই এ সব বন্ধ করো! অনুপম খেরের পোস্টে খেপে গেলেন অক্ষয় কুমার

কী ছিল অনুপমের পোস্টে? দেখা যায়, হলিউড অভিনেতা সিলভেস্টার স্ট্যালনের শরীরে নিজের মুখ বসিয়ে ছবি দিয়েছেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৩ ২২:৩১
Share:

অনুপম খেরের সাম্প্রতিক ছবি ঘিরে হুলস্থুল। ছবি: টুইটার।

Advertisement

কার ধড়ে কার মুুন্ডু! অনুপম খেরের সাম্প্রতিক ছবি ঘিরে হুলস্থুল। এ কী করেছেন বর্ষীয়ান অভিনেতা? কেনই বা করলেন? অক্ষয় কুমার রেগেমেগে বললেন, ‘‘এ সব বন্ধ করো!’’

কী ছিল অনুপমের পোস্টে? দেখা যায়, হলিউড অভিনেতা সিলভেস্টার স্ট্যালনের শরীরে নিজের মুখ বসিয়ে ছবি দিয়েছেন তিনি। সেটিই তাঁর নতুন ছবির পোস্টার। ছবির নাম ‘শিব শাস্ত্রী বলবোয়া’। সে ছবিতেই অপেক্ষা করছে চমক। যার কিছুটা অনুপম প্রকাশ করলেন সেই ছবি দিয়েই।

Advertisement

পোস্টার শেয়ার করেছিলেন অক্ষয়। ‘রকি’ ছবির এক দৃশ্যে সিলভেস্টারের মুখের জায়গায় অনুপমের মুখ দেখে লিখলেন, ‘‘প্রিয়তম অনুপম খের, এখনই বন্ধ করো এ সব! যদিও পোস্টারটি খাসা। অভিনন্দন এবং শুভেচ্ছা।’’

‘শিব শাস্ত্রী বলবোয়া’র পোস্টার প্রথম শেয়ার করেছিলেন অনুপমই। ৬৭ বছর বয়সি অভিনেতা আরও জানান, ছবিটি এক জন সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার গল্প বলবে। নীনা গুপ্তকেও দেখা যাবে এই ছবিতে। আমেরিকার ছোট্ট শহরে এক ভারতীয়ের জীবনযুদ্ধ নিয়ে আসতে চলেছে ‘শিব শাস্ত্রী বলবোয়া’। প্রেক্ষাগৃহে মুক্তি আগামী ১০ ফেব্রুয়ারি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement