সিরিয়ালের সেঞ্চুরিতে খুশি ‘পঞ্চমী’ সুস্মিতা দে —ফাইল চিত্র।
মাত্র ৯০ দিনের মাথায় বন্ধ হয়ে গিয়েছিল তাঁর আগের সিরিয়াল। ৮০ পর্বও অতিক্রম করতে পারেনি সেই সিরিয়াল। হতাশা গ্রাস করেছিল অভিনেত্রী সুস্মিতা দে-কে। ‘বৌমা একঘর’ সিরিয়াল আচমকা বন্ধ হওয়ার পর হতাশার কথা বলেছিলেন নায়িকা। তবে সেই ধাক্কা কাটিয়ে উঠে আরও একবার নতুন ভাবে দর্শকের সামনে ফিরেছেন অভিনেত্রী। এখন দর্শকের কাছে তাঁর পরিচয় ‘পঞ্চমী’ নামে।
দেখতে দেখতে ১০০ পর্ব পার করল ‘পঞ্চমী’। মঙ্গলবার ১০০ পর্বের শুটিংয়ে চূড়ান্ত ব্যস্ত টিম। তার ফাঁকেই আনন্দবাজার অনলাইনের সঙ্গে নিজের আনন্দের কথা ভাগ করে নিলেন সুস্মিতা। বললেন, “গত বার খুব খারাপ লেগেছিল। ৯০ দিনের মাথায় সিরিয়াল বন্ধ হয়ে যাওয়ায় খুবই হতাশ হয়েছিলাম। তবে সব খারাপের পরই তো ভাল আসে। আজ আনন্দ হচ্ছে। ‘পঞ্চমী’ ১০০ পর্ব অতিক্রম করছে। আগামী দিনে যে ভাবে গল্পের মোড় ঘুরবে তা দর্শকের ভাল লাগবে আশা করি।’’ এরই সঙ্গে সুস্মিতার স্বীকারোক্তি, ‘‘‘অপরাজিতা অপু’ সিরিয়ালে ‘অপু’ চরিত্রে অভিনয়ের পর এখন আবার রাস্তায় বেরোলে দর্শক আমায় ‘পঞ্চমী’ নামে ডাকছে। এটাই আমার শ্রেষ্ঠ প্রাপ্তি।”
প্রসঙ্গত, নাগদেবতার গল্পের প্রেক্ষাপটেই গড়ে উঠেছে ‘পঞ্চমী’র গল্প। যেখানে কালনাগিনী ‘চিত্রা’র চরিত্রে অভিনয় করছেন শিঞ্জিনী চক্রবর্তী। পর্দায় শিঞ্জিনীর সঙ্গে সুস্মিতার সম্পর্ক অনেকটা সাপে-নেউলের মতো হলেও, বাস্তবে তাঁরা ভাল বন্ধু। সেই ঝলক মাঝেমাঝেই দেখা যায় দুই অভিনেত্রীর ইনস্টাগ্রামে। ‘পঞ্চমী’র সেটে সুস্মিতা খুঁজে পেয়েছেন এক অন্য বন্ধুত্ব। তাই ১০০ পর্বের শুটিংয়ের ফাঁকে তাঁরা বিশেষ পরিকল্পনাও করে ফেলেছেন। কেক কেটে উদ্যাপন তো হবেই, সঙ্গে বিশেষ খাওয়াদাওয়ারও পরিকল্পনাও রয়েছে দু’জনের।