Srijit Mukherjee

শহুরে কোলাহল থেকে দূরে, মেয়ে আয়রার সঙ্গে ছুটি কাটাচ্ছেন সৃজিত

ছবির ক্যাপশনে লিখেছেন, ‘ডেজ অ্যান্ড নাইটস ইন দ্য ফরেস্ট’। অর্থাৎ শহুরে কোলাহল থেকে দূরে সরে গিয়ে জঙ্গলের নিস্তব্ধতায় দিন কাটছে পরিচালকের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২০ ১৯:৩৯
Share:

আয়রা এবং সৃজিত।

নিস্তব্ধ ডিসেম্বরের দুপুর। যত দূর চোখ যায়, শুধুই নিস্তরঙ্গ জলরাশি। স্টিমারের ডেকে শীতের রোদ গায়ে মেখে নিশ্চিন্তে ঘুম দিচ্ছে বাবা-মেয়ে।

Advertisement

বছরের শেষ কয়েকটা দিন এ ভাবেই ভালবাসার মানুষদের সঙ্গে কাটিয়ে দিতে চান পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। কখনও রেস্তরাঁয় খেতে গিয়ে, কখনও বাড়ির ছাদে আড্ডা দিয়ে দিনযাপন করছেন পরিচালক। এ বার শহরের ব্যস্ত কোলাহলকে ফাঁকি দিয়ে ছুটে গেলেন সুন্দরবনে। সেখানেই ক্যামেরাবন্দি হল বাবা-মেয়ের ছুটি কাটানোর এই মিষ্টি দৃশ্য।

শনিবার একটি ছবি পোস্ট করেন সৃজিত। তবে এই ছবি বাকি পাঁচটা ছবির চেয়ে একটু অন্য রকম। পোজ দেওয়ায় ঘনঘটা নেই, বাবা-মেয়ে এখানে ঘুমে বিভোর। মুখে মাস্ক পরেই ঘুমোচ্ছেন সৃজিত। ছোট্ট আয়রাও বাবার কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমের দেশে পাড়ি দিয়েছে। তাঁদের লেন্সবন্দি করলেন কে? মিথিলা? সেই প্রশ্নের উত্তর কিন্তু এখনও অধরা।

Advertisement

ছবির ক্যাপশনে লিখেছেন, ‘ডেজ অ্যান্ড নাইটস ইন দ্য ফরেস্ট’। অর্থাৎ শহুরে কোলাহল থেকে দূরে সরে গিয়ে জঙ্গলের নিস্তব্ধতায় দিন কাটছে পরিচালকের। মেয়েকে সঙ্গে নিয়ে এ ভাবেই ছুটির আমেজ উপভোগ করছেন সৃজিত। বাবা-মেয়ের জুটি দেখে আপ্লুত নেটাগরিকরা। ইতিমধ্যেই সৃজিতের এই পোস্টে লাইক, কমেন্টের বন্যা।

আরও পড়ুন: ভ্যাক্সিন কবে বেরবে? জরুরি প্রশ্ন করল রাজ-পুত্র ইউভান

আগামী ২৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। আনন্দবাজার ডিজিটালকে পরিচালক জানিয়েছিলেন, এ বছর বড়দিনে এই ছবিই আয়রাকে উপহার হিসাবে দেবেন তিনি।

আরও পড়ুন: পোশাক এবং বয়স নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে জয়া আহসান

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement